সহকারী স্টেশন মাস্টার নিয়োগ সহায়িকা (PDF)

bookishbd সহকারী স্টেশন মাস্টার নিয়োগ সহায়িকা PDF 2
আজকের সহকারী স্টেশন মাস্টার (রেলওয়ে) নিয়োগ সহায়িকা পরীক্ষার প্রশ্ন ও সমাধান PDF download.
বই এর বিবরণ-
book বাংলাদেশ রেলওয়ে নিয়োগ গাইড (শর্ট টেকনিক)
Author
Editor
Publisher
Edition 4th Published, 2022
Number of Pages 224
Country বাংলাদেশ
format pdf

সহকারী স্টেশন মাস্টার  (রেলওয়ে) নিয়োগ সহায়িকা পরীক্ষার প্রশ্ন ও সমাধান PDF

১। বাংলাদেশের রেলওয়েতে ৩টি গেজ চালু
আছে, দুটির মধ্যে একটি মিটার গেজ ও অপরটি ব্রড
গেজ। ৩য়টির নাম কি?
—- ডুয়েল গেজ / মিশ্র গেজ
.
২ । বাতাসের কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
—০.০৩%
.
৩। প্রথম কোথায় রেলপথ বসানো হয় ?
– –কুষ্টিয়ার দর্শনা
.
৪। আমেরিকাকে িএশিয়া থেকে পৃথক করেছে
কোন প্রণালী ?
– —বেরিং
.
৫। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে?
– —বব বুই
.
৬। রেল পথ বিভাগকে রেল পথ মন্ত্রণালয় করা হয়
কবে?
—-০৪-১২-২০১১ তারিখের এস আরও নং ৩৬১
আইন/২০১১ অনুযায়ী রেলপথ মন্ত্রণালয় গঠন করা
হয়।
.
৭। শেখ হাসিনার জন্ম তারিখ ও স্থান
– —(জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭) টুঙ্গিপাড়ায়।
.
৮। ICA0 এর পূর্ণরুপ
—International Civil Aviation Organization
.
৯। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?
– -ছেড়া দ্বীপ
.
10. Venerate means
— regard with great respect (শ্রদ্ধা করা )”Mother
Teresa is venerated as a saint”
.
11. The synonyms of ‘Genesis’
—beginning
.
12. The opposite word of ‘sluggish ‘
—active
.
13. The Rainbow is a novel by
— D. H. Lawrence.
.
14. Agrostology deals with
—the branch of botany concerned with
grasses.
.
15. This Coffee tastes ——–
….hot/ cold.
.
16. এক কথায় প্রকাশ করুন One who spends
Lavishly
— prodigal
.
17. What is the possitive degree of ‘
Dela is the best housewife ‘
— There is no housewife as good as
Dela .
.
18. What is the Elegy?
— lamentation
.
19. What is the masculine gender of
‘Bee’
— drone
.
20. The mob — —-dispersed
–.–is
.
21. ‘‘Cowards die many times before their death‘‘
উক্তিটি কার
–Shakespeare: Julius Caesar: Act 2, Scene 2,
Page 2
.
22. What is the antonym of the word ‘
Famous ‘
— notorious
.
23. What is the adjective of the word
‘heart’
—-Heartening
———————————————————–
১। ‘বন্ধন ‘ শব্দের অক্ষর বিন্যাস ?(৩৬বিসিএস প্রিলি)
– ব+ন্+ধ+ন
২। অনমনীয় কোন সমাস বদ্ধ পদ
– নঞ তত্পুরুষ/ এঞবহুব্রীহি (হায়াত মামুদের ভাষা ও
শিক্ষা )
৩। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ( ৩৬বিসিএস প্রিলি)
– উত্কষ
৪। তোহফা গ্রন্থটি কে রচনা করেন ?
– আলাওল
৫। গরমিল শব্দের ‘গর ‘ কোন উপসর্গ
– বিদেশী উপসর্গ(আরবি)
৬। আচিকামান্দি কি?
– পাহাড়ি মানুষ
৭। তাম্বুল রাতুল হইল অধর পরশে বাক্যটি অর্থ কি?
(৩৫প্রিলি)
– ঠোটের পরশে পান লাল হইল
৮। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৯। টি , টা, খানা, খানি কোন বচনে ব্যবহৃত হয়
– একবচনে
১০। আনারস কোন ভাষার শব্দ
পর্তুগিজ
১১। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ ,এর গ, সা.গু ১৩ , সংখ্যা
ভেবেছিলাম সন্তোষ কুমার ঘোষ PDF Download (সম্পূর্ণ) – vebhecilam Santosh Kumar Ghosh PDF

dir="auto">দুটির ল, সা ,গু কত?(৩৬বিসিএস প্রিলি )

-২৬০
১২। একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ
করলে ৯০ হয় সংখ্যাটি কত?
– ১৮
১৩। ১০,২২,৪৬,৯৪ ——-?
–১৯০
১৪। ১.১, ০.০১, ০.০ ০১১ এর সমষ্টি কত?
– ১.১১১১
১৫। একটি ঘড়ি ১০%ক্ষতিতে বিক্রয় হইল । বিক্রয়
মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হত । ঘড়িটির ক্রয়
মূল্য কত?
–৩০০টাকা
১৬। রুট ৬০ +রুট ১৫ -রুট১৩৫
= ০
১৭। x^2+Y^2 +3 =0 কিসের সমীকরণ
-=বৃত্ত
১৮। log3(81)
=4
19. (a-b)/ab+(b-c)/bc+(c-a)/ca
= 0
20. {(2^-1+5^-1)}^-1
=10/7
21. বৃত্তের ব্যাস চারগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল
কতগুন বৃদ্ধি পাবে?
– ১৬
২২. একটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭ ।
তাদের অনুপাত কত?
-= ৪:৯
২৩. ১৪সে,মি বৃত্তের ব্যাসাধ্যের বৃত্তের পরিধি
কত?
– ৮৭.৯৬ সে.মি
২৪। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা
হয় ?
– ব্যাস
২৫। আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?
– ম্যাক্স প্লাঙ্ক
২৬। টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা
হয় ?
– মাইক্রোওয়েব
২৭। হীরা আধারে চকচক করে কেন?
– হীরা সংকট কোন বেশি বলে / প্রতিসরণের
জন্য
২৮। কলের পানি সাধারণত কোন উপাদান বেশি থাকে
-আয়রণ (লৌহ)
২৯। মূল নাই কোন উদ্ভিদে
– শৈবাল
৩০। কোন প্রক্রিয়ায় ভূ-পৃষ্ট উত্তপ্ত হয় ?
– সূর্যের আলোর বিকিরণের কারনে
৩১। টেলেমি কে
– জ্যোতির্বিদ
৩২। আলো যে সাতটি বণের সমষ্টি তা কে প্রমাণ
করেছেন
– নিউটন
৩৩। অপটিক্যাল ফাইবার ক্যাবল এ তথ্য আদান প্রদানের
মাধ্যমের নাম কি
–আলোক তরঙ্গ
৩৪। তড়িত প্রবাহরে এককের নাম কি?
– এ্যাপ্মিয়ার
৩৫। সবুজ পত্র পত্রিকা কবে প্রকাশ হয় (৩৬বিসিএস
প্রিলি)
– ১৯১৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *