যেভাবে আপনি পত্রিকা পড়তে পারেন, পত্রিকার লেখার মত নিজে লিখতে পারেন এবং সেগুলো ইংলিশ-বাংলা আর বাংলা-ইংলিশ অনুবাদ করতে পারেন

যাতে আপনি পত্রিকা পড়তে পারেন, পত্রিকার লেখার মত নিজে লিখতে পারেন এবং সেগুলো ইংলিশ-বাংলা আর বাংলা-ইংলিশ অনুবাদ করতে পারেন তার তালিকা English3InOne কোর্স অবলম্ননে-

যেভাবে কোর্স শেষ করানোর প্ল্যান –
──➊ আমাদের প্রথম ধাপঃ(ক্লাস সংখ্যাঃ ১৮টি)
Noun and pronoun & their clear Identification, possition of noun & proper usage in sentence, relative pronoun, relative clause, defying non defying relative clause to make a sentence complex, that clause, multifunctional uses of that, relative adverb, relative adjective, Appositive clause, restrictive non restrictive appositive in a Sentence, ins and outs of complements, embedded question, fused relative clause, etc (সব টপিক্স উল্লেখ করা এখানে সম্ভব না, প্রথম ১৮টি ক্লাসেই টপিক্স আলোচনা করা হবে ১২০-১৩০টি)
──➋ দ্বিতীয় ধাপঃ(ক্লাস সংখ্যাঃ ২২টি)
All kinds of verb and its classifications, verb diagram in a nutshell and proper usage of verb, verb phrases in sentences, sense of tense, sequence of tense, tense in Newspaper, passive sense and why we use them, sense of modals, clear analysis on modals, gerun vs participle one technique to identify them, how to use gerund, participle, infinitive phrase in sentence, etc (সব টপিক্স উল্লেখ করা হয়নি)
──➌ তৃতীয় ধাপঃ (ক্লাস সংখ্যাঃ ০৯টি)
Adverb & its classification, adverb phrases & Clauses & their possition and order in sentences, inversion of adverb, preposional phrase as adverb etc (সব টপিক্স উল্লেখ করা হয়নি)
──➍ চতুর্থ ধাপঃ((ক্লাস সংখ্যাঃ ১০টি)
Adjectives and its Classifications & adjective phrases & Clauses, position & proper usage of adjectives, coordinate adjective and cumulative adjective.Adjective Phrase & Clause Identification
(সব টপিক্স উল্লেখ করা হয়নি)
──➎ পঞ্চম ধাপঃ(ক্লাস সংখ্যাঃ ০৫-১০টি) Conjunction and its Classification, using conjunction, making complex compound sentences, parallel structure in english, iverson in english, absolute in english.
(সব টপিক্স উল্লেখ করা হয়নি)
──➏ ষষ্ঠ ধাপঃ(ক্লাস সংখ্যাঃ ১০-২০টি)
Practical Translation (Clause & Phrase analysis based English To Bengali & Bengali To English), how to write and read long senetences from Newspaper.
(সব টপিক্স উল্লেখ করা হয়নি)
◼
◼◼◼অর্থাৎ কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি পত্রিকা পড়তে পারেন, পত্রিকার লেখার মত নিজে লিখতে পারেন এবং সেগুলো ইংলিশ-বাংলা আর বাংলা-ইংলিশ অনুবাদ করতে পারেন।◼◼◼◼◼
কোর্সটি মূলত কিসের উপর বেইজড করে?
📷এক কথায় বললে Basic to Advanced level এর গ্রামাটিক্যাল সকল মারপ্যাঁচ, কায়দা কানুনের আগাগোড়া খুটিনাটির নিখুঁত বিশ্লেষণের। এক কথায় ইংলিশের A to Z (Basic To Advanced Level এর Sentence Making Structure কে ফোকাস করে রচিত) গ্রামাটিক্যাল মারপ্যাঁচ এর কোর্স
──➋ BCS/BANK other Competitive Exam এর জন্য কি হেল্পফুল হবে?
📷অবশ্যই হেল্পফুল। এটা এইসব কম্পিটিটিভ ইক্সামে নিজেকে

কয়েক ধাপ এগিয়ে রাখারই কোর্স। বিলিভ ইট অর নট, এই কোর্স করার পর, কোথায় এসেছেন আর না করলে কোথায় থাকতেন এটার মধ্যে একটা পরিষ্কার পার্থক্য ধরতে পারবেন।

──➌ ক্লাসের ভিডিও এবং পিডিএফ গুলো কি গ্রুপে থাকবে?
📷আজীবনের জন্য প্রত্যেকটা ব্যাচ এর আলাদা আলাদা সিক্রেট গ্রুপ থাকবে। সেখানে সিরিয়াল ওয়াইজ ভিডিও প্লে লিস্ট, পিডিএফ ক্লাসের নোট এর লিস্ট করা থাকবে। যেকোন সময় ইউজ করতে পারবেন। তবে, যেহেতু এটি পেইড কোর্স তাই কোথাও শেয়ার করতে পারবেন না।
──➍ প্রত্যেকটা ক্লাসই কী লাইভ হবে?
📷প্রত্যেকটা ক্লাসই লাইভ হবে। সিক্রেট ইউটিউব এপ অথবা জুম এপের মাধ্যমে। ক্লাসগুলো রেকর্ড করা থাকবে। কেউ মিস করলে পরে দেখে নিতে পারবেন। আবার চাইলে পরবর্তী ব্যাচের সাথে মিসিং ক্লাস করার সুযোগ করে দিব। দুর্বলরা রিপিট ক্লাস করতে পারবে। সে ক্ষেত্রে বিশেষ সুযোগ দেয়া হবে।
──➎ পিডিএফ ফাইল কি প্রিন্ট করতে পারব?
📷এটা আপনার ইচ্ছা। প্রিন্ট করার খরচ আপনার। তবে আপনারা চাইলে আমি সব ক্লাসের কম্বাইন্ড ফাইল করে প্রিন্ট করে দিতে পারি। সেই খরচ আপনাদের।
──➏ আর্থিক সমস্যায় আছি, কোর্স ফি কি দুই ধাপে দিতে পারব?
📷আপনি আমার কাছ থেকে শিখতে চান এটাই মুখ্য। কোর্স ফি এমনিতেই একেবারে সামান্য। সমস্যা থাকলে চার পাঁচ ধাপেও দিতে পারবেন। এখন সমস্যা থাকলে সামনের মাসেও দিতে পারবেন। তবে সেটা অবশ্যই ইনবক্সে বলে নিবেন।
──➏ ভাইয়া আমার ব্যাসিক অনেক দুর্বল আমার কি এই কোর্স কাজে লাগবে?
📷এক্ষেত্রে আপনাকে পরিশ্রমী হতে হবে। যেহেতু এটি দুই-তিন মাসের কোর্স। তাই বলব দুই তিন মাসে মহাভারত জয় করতে না পারলেও ইংলিশকে জয় করতে পারবেন।
──➐ ভাইয়া আমার ব্যাসিক মোটামুটি ভাল/বেশ ভাল কিন্তু বড় বড় বাক্য লেখা, এডভান্সড লেভেলের গ্রামাটিক্যাল মারপ্যাঁচ জানা নেই, অনুবাদ সাজাতে পারি না। আমি কি কোর্সটি করব?
📷 আমি এই কোর্সটি গতানুগতিক কোন ধারাতেই করাচ্ছি না। এটা আট-দশটা অনুমান করা যায় এমন কোর্স না। সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ইংলিশ ভাষাটার মূল ম্যাকানিজম ধরে ধরে বিশ্লেষণ করে শেখানো হবে। সুতরাং আপনার ইচ্ছা ও প্রচেষ্টা থাকলে শতভাগ সফলতা আসবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *