আজকে আমি ফটোশপ সিসি টিউটোরিয়াল পিডিএফ ডাউনলোড লিঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি আপনাকে ফটোশপের কারিগর হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। একজন গ্রাফিক্স ডিজাইনারের জানা দরকার কোন টুলস ব্যবহার করলে কি কাজ হয়।
ফটোশপ টিউটোরিয়াল বই pdf লিঙ্কঃ
যদিও থ্রিলার আমার প্রিয় জনরা না তবুও বলছি আমার মতে থ্রিলার জনরায় এখন আমাদের দেশের কিছু বইয়ের মান বিদেশি অনেক আলোচিত বইয়ের কাছাকাছি কিছু ক্ষেত্রে বেশিও। (কেউ আবার ভিঞ্চি কোড, পোয়েট এসবের কথা ভাববেন না) হতে পারে ভ্যারিয়েশন কম। কিন্তু যেভাবে থ্রিলার জনরা এগিয়ে যাচ্ছে ভ্যারিয়েশন পেতে খুব বেশিদিন লাগবে না।
আরও একটা বিষয় যেটা হলো অফিশিয়াল যেসব প্রসিডিওর গুলা আছে সেগুলোর একুরেসি নাই। সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে না থাকাই প্রায় ভালো। তবে লেখকরা যখন সাকসেস পেতে শুরু করবে। তাদের মধ্যে প্রফেশনালিজম বাড়তে থাকবে। তারাও প্রসিডিওর গুলোর বিষয়ে সতর্ক হতে থাকবেন।
সমস্যাটা হলো আমাদের সমালোচকদের কাছে সেই বই গুলার সমালোচনা, প্লট হোল খুব কমই দেখতে পাই। বিদেশি জিনিস তাই ভালো এই মনোভাব তার অন্যতম কারণ হতে পারে।
এই কথাটা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু আমি এমনটাই দেখতে পাচ্ছি। আমার কথার সাথে দ্বিমত? আপনার পড়া বিদেশি বইগুলার ফাস্ট চয়েজ গুলা সাইডে রেখে আমাদের টপ বিশটা থ্রিলার পড়ে দেখেন।