book name: Degree 2nd year book PDF Download || ডিগ্রি ২য় বর্ষের বই ডাউনলোড PDF Download link:
তাহাজ্জুদগুজারদের ক্রন্দন – আল্লাহর নৈকট্য লাভের উত্তম পাথেয় হলো তাহাজ্জুদ।
” তাহাজ্জুদ শেষ প্রহরের ডাক ” গ্রন্থটি বিশেষভাবে তুলে ধরা হয়ে তাহাজ্জুদ নামাজের বিশেষত্ব। তাহাজ্জুদ নামাজে ক্রন্দন হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার প্রধান হাতিয়ার৷ ক্রন্দন ছাড়া তাহাজ্জুদ গুজার অপূর্ণ থেকে যায় গ্রন্থটিতে এই বিষয় গুরুত্বারোপ করা হয়েছে। তাহাজ্জুদের পরে সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট জিকির হলো কুরআন তিলাওয়াত করা।
রাসুল (সাঃ) বলেন, মুমিন বান্দার জন্য কিয়ামুল লাইল তথা রাতজেগে নামাজ ইবাদতের মাঝে অসামান্য মর্যাদা রয়েছে। নবী রাসুলগণ ও সাহাবাগণ আল্লাহর ভালোবাসা ও রহমত পাওয়ার জন্য রাত্রিজাগরণ করে কাটাতেন। যে ব্যক্তি রাতজেগে ইবাদত করে তাদের চেহারা ঝলমল করে কারণ আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তায়ালা তাদের চেহারায় জ্যোতির আবরণ পরিয়ে দেন।
বর্তমানে পার্থিব জীবনে উল্লাসিত মানুষ, অথচ দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় ক্ষণকালীন। দুনিয়াকে অবলম্বন করতে হবে সামান্য পরিমাণে যতটুকু অবলম্বন না করলেই নয়।
এছাড়াও গ্রন্থটিতে অতি গুরুত্বপূর্ণ বিষয় গুলো উপস্থাপন করা হয়েছে যেগুলো প্রতিটি মুসলিম নর নারীর জন্য মুক্তির পাথেয় হবে৷ বইটির সর্বত্রই রাত্রিজাগরণ এবং আমল ইবাদতের উপর গুরুত্বারোপ করা হয়েছে। ইহকালের একটু রাত্রিজাগরণ হবে পরকালের বিশাল সঞ্চার।