শেষ জুনায়েদ ইভান রিভিউ + PDF Download (উপন্যাস)

Sesh: Zunayed Evan review

সম্পূর্ণ কাহিনীই ফ্লাশব্যাকে ঘটেছে। Sesh Zunayed Evan review: বর্তমানের ঘটনা যেন কিছুই এগোয়নি। শেষেও তেমন কিছুই হয়নি। তবে ব্যক্তিগতভাবে উপন্যাসটি পড়তে ভালোই লেগেছে।

একটা দলছুট পাখি ডানায় আগুন নিয়ে উড়ে বেড়ায় রোদে। আবার যখন মেঘ জমবে আকাশে, ফসলের উপর পাখির মরদেহ, দুটো পা আকাশের দিকে উঁচিয়ে সাক্ষী দেবে, ধ্বংস হয়ে গেছে বেঁচে থাকার মলাট, তবু শেষ হয়ে যায়নি কিছু।।

ধন্যবাদ, জুনায়েদ ইভান ভাইকে কয়েকটি গল্পের চরিত্রকে পৃথক সত্তাই ফুটিয়ে তোলার জন্য।

book রিভিউ শেষ
Author
Publisher
ফরমেট পিডিএফ
Edition 1st Published, 2021
Number of Pages 112
Country বাংলাদেশ
Language বাংলা উপন্যাস

আমাদের প্রথম গাড়ি আনতে খুলনা থেকে চিটাগং যাব। বাস ৬ টায়। ৪টার একটু পররকমারি ডেলিভারি লোক আমাকে ফোন দেয় বহু প্রতিক্ষিত বইটি ডেলিভারি দিবে কিন্তু সে বিভিন্ন ভাবে বইটি দিতে দেরি করতেছিল বলছিল এসে পিক করতে হবে এদিকে আমার গুছানোর ব্যাপার রয়েছে। দেখলাম লোকটির বই দেওয়ার কোনো ইচ্ছাই নেই আমি তার অপেক্ষায় রয়েছি ভাবছি ভালো হলো যাত্রা পথে ইভান ভাইয়ার বইটি পড়তে পড়তে যাব। এমন অবস্থায় আমার বাসের সময় হয়ে গেল আমি ৫ঃ৩০ এ বের হলাম সে বললো এসে নিয়ে যান আমিও ভাবলাম স্ট্যান্ডে যাওয়ার পথে নেওয়া যাবে। সে ভূল ঠিকানা দিয়ে আমাকে বিভিন্ন জায়গা ঘুরাচ্ছে আমার মনে হয় সে নিজেই ভালো করে ঠিকানা জানতো নাহ। বাস ছাড়তে ৩-৪ মিনিট তখনো তাকে পাইনি একদম ৬ টার সময় আমি বই নেই। বাস ও ছেড়ে দিল আমাকে ফোন আসলো কিন্তু ভাগ্য ক্রমে বাসটি আমি যেখানে ছিলাম একদম সেখান থেকেই যাচ্ছিল তাই আমি বাসটি ধরতে পারলাম। প্রতিক্ষিত বইটি তখনই পড়া শুরু করলাম। পড়ার পর মনে হলো এই অসাধারণ সৃষ্টি জন্য হয়তো বাসটি গেলেও কষ্ট হতো না। এতো ইমোশন কিভাবে একটি বইয়ে। অনেক গুলি আলাদা মানুষের আলাদা জীবন,অভিমান,অভিযোগ। সবকিছু মিলিয়ে বইটি যত পড়ছিলাম প্রতেকটি চরিত্রের জন্যই কেমন মন খারাপ হয়ে যাচ্ছিল।
অনেক ভালোবাসা ইভান ভাইকে!

আরো দেখুন- onnomonoshko pdf by zunayed evan

শেষ জুনায়েদ ইভান রিভিউ: 

নেহাত কথার প্রসঙ্গ ধরে ব্যক্তিগত আলাপের যে গল্প, সেই গল্পের হাত ধরেই একদিন শিহাব সিদ্ধান্ত নেয়, হাসানকে সে আত্মহত্যা করতে বলবে। তারপর দিনের পর দিন হাসানের সাথে এই নিয়ে আলাপ আলোচনা কম হয়নি। এমতাবস্থায় একদিন এক সমঝোতা হয় তাদের ভেতরে। হাসান সম্মতি জানিয়ে বলে, চলে যাবার আগে পৃথিবী বরাবর কিছু লিখে যেতে চায়। সেই চিঠি শেষ করে হাসান আত্মহত্যা করবার জন্য দড়ি কিনতে ঘর থেকে বের হয়। বেলা গড়িয়ে সন্ধ্যায় সে ফেরে একটা অ্যাকুরিয়াম নিয়ে। সে আত্মহত্যা করবে না।

sesh zunayed evan Pdf Download link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *