Book: hawa dekhi batash khai pdf || মারজুক রাসেল এর হাওয়া দেখি বাতাস খাই pdf free download and review:
বইয়ের নাম | হাওয়া দেখি, বাতাস খাই |
Author | মারজুক রাসেল |
Publisher | উপকথা প্রকাশন |
Edition | 1st Published, 2022 |
Country | বাংলাদেশ |
পিডিএফ টাইপ | বাংলা |
‘কবিতা হারাইয়া যায় নিয়মানুবর্তিতায়, অনিয়মে কবিরেই খোঁজে।’ -এই লাইনটা ২২ বছর আগে আমার কাছ থিকা ছুইটা যাওয়ার পর কালেভদ্রে আসে; আইসা সঙ্গ দেয়, প্রসঙ্গ দেয়,অনুষঙ্গ দেয়; আবার যায়-গা। এইবার আসলো অগ্রহায়ণে। আইসাই শুরু করলো-‘ছোটবেলায় তোর “উপরি ভাব” ছিল। যতক্ষণ জাগনা থাকতি ততক্ষণ দেখতি একটা “কালা কুত্তা” তোর দিকে ছুইটা আসতেছে-জানলা খোলা থাকলে কইতি, ‘জানলা দিয়া আসতিছে।
‘ দরোজা খোলা থাকলে কইতি, “দরোজা দিয়া আসতিছে…ওই-যে,ওই-যে আসতিছে…ওই-যে…”, আর কানতি; কেউ দেখতো না, তুই দেখতি, সন্ধ্যা হইলেই কুত্তাটা তোর নানাবাড়ির সামনের ভুঁইর জোড়া-তালগাছ থিকা মাথা নিচের দিক দিয়া নামতো- আর তোর দিকে ছুইটা আসতো, তুই উচ্চস্বরে কানতি, আর কানতে-কানতে-কানতে-কানতে ক্লান্ত হইয়া ঘুমায় যাইতি, এমনভাবে ঘুমাইতি, যে, কেউ তোরে কোনোভাবেই জাগাইতে পারতো না; যা দেইখা তোর নানা-সম্পর্কের একজন একদিন তোর মারে বলছিলো, ‘তোর ছাওয়ালেরতো কোনো সাড়াশব্দ নাই, মইরে গেল না কি?’… না তুই মরিস নাই, জাইগা উথছিলি আবার তোর দিকে “কালা কুত্তা”র ছুইটা আসা দেইখা কান্দার জন্য, কাইন্দা ঘুমানোর জন্য, ঘুমাইয়া উইঠা কান্দার জন্য…।