রাষ্ট্রবিজ্ঞান বই অনার্স ৩য় বর্ষ PDF Download (সম্পূর্ণ)

Political Science Book Honors 3rd Year pdf

Political Science Book Honors 3rd Year pdf || রাষ্ট্রবিজ্ঞান বই অনার্স ৩য় বর্ষ PDF Download

৬৬১ খ্রিস্টাব্দে হযরত আলী রো.)-এর হত্যাকাণ্ডের পর খুলাফায়ে রাশীদার শাসনামলের অবসান ঘটে । সিরিয়া ও মিসরের শাসক মু’আবিয়া মুসলিম বিশ্বের একক শাসক হিসেবে আবির্ভূত হন। তিনি ক্ষমতাসীন হয়ে ইসলামের গণতান্ত্রিক ধারার পরিবর্তে রাজতান্ত্রিক ধারা প্রবর্তন করেন। ইতিহাসে হযরত মু*আবিয়া প্রতিষ্ঠিত এ রাজবংশ উমাইয়া রাজবংশ হিসেবে প্রসিদ্ধি অর্জন করে । ৬৬১ খ্রিস্টাব্দ থেকে ৭৫০ পর্যন্ত উমাইয়া রাজবংশ মুসলিম বিশ্বকে শাসন করে । ৯০ বছরব্যাপী এ শাসনামলে উমাইয়া শাসকরা সাধারণ শাসকদের মতোই রাষ্ট্র পরিচালনা করেন। ক্ষমতা সংরক্ষণ, সাধারণ মানুষের সমর্থন আদায় ইত্যাদি নানা কারণে বিভিন্ন সময় তীরা ইসলামকে ব্যবহার করেন কিন্তু এইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠায় রষ্ট্ক্ষমতাকে ব্যবহার করা থেকে যেমন-বিরত থাকেন তেমনি শাসনতন্ত্র থেকেও ইসলামকে যথাসম্ভব নির্বাসিত করেন ।

তারপরও উমাইয়া শাসনামলে মুসলিম অধিকৃত অঞ্চলের সীমানা এশিয়া-আফ্রিকার সীমানা পেরিয়ে ইউরোপ পর্যন্ত পৌছেছিল। শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চর্চায় মুসলমানরা উন্নতি লাভ করেছিলেন। মুসলমানদের ইতিহাসে উমাইয়া রাজবংশের শাসনকাল নানা কারণে উল্লেখযোগ্য ।     বহংশধারা  কুরাইশ বংশের অন্যতম বিখ্যাত ব্যক্তি আবদে মান্নাফের ৩ পুত্র যথাক্রমে আবদে শামস, মুক্তালিৰ ও হাশিম । আবদে শামসের ১ পুত্রের নাম উমাইয়া। হাশিমের ১ পুত্রের নাম আবদুল মুস্তালিব। আবদুল মুক্তালিবের পুত্র আবদুল্লাহ আর তার ওঁরসেই হযরত মুহাম্মদ সো.) জনুগ্হণ করেন। বংশীয় অন্যতম পূর্বপুরুষ হাশিমের নামানুসারে কুরাইশদের এ গোত্রটি হাশিমী গোত্র নামে পরিচিত হয়। অন্যদিকে আবদে শামসের পুত্র উমাইয়া নানা কারণে বিখ্যাত হয়ে ওঠেন এবং তীর নামানুসারে গোত্রের নাম উমাইয়া গোত্র হিসেবে প্রসিদ্ধি অর্জন করে।  উমাইয়ার ২ পুত্রের একজনের নাম আবুল আস, অন্যজনের নাম হারব। হারবের ছেলে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের পুত্রই হযরত মু’আবিয়া।

রাষ্ট্রবিজ্ঞান বই অনার্স ৩য় বর্ষ PDF link- click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *