বই ইলুমিনাতি : আলোচিত বইটি আমাকে হতাশ করেছে। তথ্যের চেয়ে লেখকের পেচাল বেশি। তথ্য গত অনেক অসংগতি রয়েছে। সবচেয়ে মারাত্মক ভুল যেটি সেটি হলো 9/11 নিয়ে। আলোচিত 9/11 সংঘটিত হয়েছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে। আর এই বইয়ে উল্লেখ করা হয়েছে ২০১১ সালে। এমন একটি ভুল বইয়ে আসে কিভাবে আমার বুঝে আসে না। এ ধরনের ভুল তথ্যে বই লিখলে লেখকের যোগ্যতার ব্যাপারে প্রশ্ন আসে। তাই লেখক ভবিষ্যতে আরো সচেতন হবেন বলে আশা রাখি। বইয়ের বিষয়বস্তু সময়ের দাবী ছিলো।
ইলুমিনাতি বই Pdf Download – illuminati Bangla Pdf info:
- b00k: ইলুমিনাতি
- Author: আবদুল কাইয়্যুম আহমেদ
- Publisher: তাজকিয়া পাবলিকেশন
- Edition 1st Published: 2020
- Country: বাংলাদেশ
- file type: pdf
বই রিভিউ
বইটি আমাকে হতাশ করেছে । আমি যেসব তথ্য জানি ইলুমিনাতির সম্পর্কে তার সঙ্গে কোন মিল নেই ।
ভেবে ছিলাম প্রচুর তথ্য পাবো বইটি থেকে, কিন্তু লেখক গুগোল থেকে কিছু কমন তথ্য তুলে ধরেছে ।
বইয়ে কিছু জায়গায় লেখক বলছেন, ড্যান ব্রাউণের দ্য দ্যা ভিষ্ণি কোড থেকে কিছু তথ্য সংগ্রহ করেছে, আমি ভেবেই পাইনা পুরু ভিষ্ণি কোড আমি ১৩ বার পড়েছি কোথাও ইলুমিনাতি সম্পর্কে বলা নেই ।
লেখক কিভাবে একটি অযৌক্তিক ব্যাপার তুলে ধরলো বুজলাম না ।
বইটি শুধু আজগুবি লেখা দিয়ে ভরপুর ।
ড্যান ব্রাউণ এনণ্জেল এন্ড ডেমন এ ইলুমিনাতি সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন ।
কিন্তু এই লেখক তেমন কোন তথ্য দিতে পারেন নাই ।
বইয়ে কভার ভালো করছে পৃষ্ঠাও ভালো করছে মুল্য অনুযায়ী.