হঠাৎ মাথায় প্রোগ্রামিং বিষয়টা ঢুকতেই শুরু করে দিলাম এ বিষয়ে বই খোজাখুজি।বিভিন্ন জায়গায় খোজাখুঁজির পর এই বইটার সন্ধান পেলাম।প্রথম প্রোগ্রামের পাঠক হিসেবে বইটা বুঝতে খুব একটা কষ্ট হয়নি।বইটিতে সহজ ভাষায় সুন্দর করে লেখক প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করেছেন। আমার মনে হয় যারা প্রোগ্রামিং শিখতে চান তাদের উচিত এই বইটি দিয়ে শুরু করা।
প্রোগ্রামিং করার শুরু থেকেই অ্যারে নিয়ে সমস্যায় ছিলাম । এমন কি OOP এ একই সমস্যা ছিলো। বইটি পাবার পরে সর্বপ্রথম অ্যারে শেষ করছি
ধন্যবাদ Jakir Hossain ভাই অ্যারে নিয়ে সুন্দর করে লেখার জন্য।
অনেক উপকারি একটি বই। ধন্যবাদ জাকির হোসাইন ভাই।
জাভা ওয়েব প্রোগ্রামিং PDF Download link-