অনুভূতিকথন দুয়ারে দ্বিধার দেয়াল PDF Download (মৌরি মরিয়ম)-
–দুয়ারে দ্বিধার দেয়াল
–লেখক: মৌরি মরিয়ম
–প্রকাশক: অন্যপ্রকাশ
রিভিউ-
বইয়ের বাধাই, সাইজ, পেইজ, প্রিন্টিং, প্রচ্ছদ সবকিছু এত বেশি সুন্দর আর প্রাণবন্ত যে হাতে নিলে আর রাখতে ইচ্ছা করেনা।। এই আরাম কেবল অন্যপ্রকাশের বই হাতে নিয়েই সম্ভব
সুতরাং বিশেষ ধন্যবাদ টিম “অন্যপ্রকাশ”
–এর আগে কোন বইয়ের পাঠ প্রতিক্রিয়া লিখতে বসে আমি এত এলোমেলো হয়ে যাইনি..
–বইটা শুরু হয়েছিল খুবই সাধারণ কিছু দৃশ্য অসাধারন বর্ননা দিয়ে.. সাধারণ একটা দৃশ্য এত বাস্তবিক ভাবে পাঠকের কল্পনায় দৃশ্যমান করে তোলাটা একজন লেখকের সবচেয়ে বড় সার্থকতা…
–সম্পূর্ণ ভিন্ন দুটো মানুষের মধ্যেও অত্যাধিক চমৎকার কিছু সাদৃশ্য থাকতে পারে যা তাদের ভালবাসতে এবং বিশ্বাস করতে বাধ্য করে.. আমরা চোখে যা দেখি সেটা ভুল আর মস্তিস্ক দিয়ে যা ভাবি সেটা সঠিক এই অনুভূতির খেলার নাম হয়তো
ভালোবাসা
–কিন্তু এই খেলা বড়োই কঠিন কিছু ক্ষেত্রে এই খেলায় হারটাই সবথেকে নির্মম বাস্তবিক..মেনে নেয়া ছাড়া মুখ ফুটে বলারও জায়গা আমাদেরকে নিয়তি দেয়না…
–দুটো মানুষের মধ্যে যখন প্রণয় হয় তখন তারা সেটা যেভাবে অনুভব করে সেভাবে তৃতীয় পক্ষ করে না আবার এই প্রণয় যখন ব্যাক্ত হয়না কিংবা হতে পারেনা তখন হৃদয়ে তুফান তোলা সেই প্রণয়, ভালবাসা নিমিষেই ঘৃণা আর অবিশ্বাসে রূপ নেয়..
–ক্ষণিক মোহে আবিষ্ট হয়ে বিয়ের মত বন্ধনে জড়ানো মানুষ যখন নিজেদের মধ্যে আকাশ পাতাল ব্যাবধান আবিষ্কার করে সেখানে মোহ টা কেটে যায় কিন্তু ততক্ষনে যদি ভালবাসা হয়ে যায়?
তাহলে কি সম্পর্ক টিকে?
কিংবা টিকে থাকলেও সেটা কি একপক্ষকে অপরপক্ষ কেন্দ্রিক করে বাকি দুনিয়া থেকে ছিন্ন করে ফেলে?
এমন সম্পর্ক কি আসলেও সুস্থ, স্বাভাবিক…??
–এই গল্পের প্রধান চরিত্র যদিও আরশি কাব্য কিন্তু প্রত্যেকটা চরিত্রের একান্ত টুকরা টুকরা অনুভূতি এত বেশি স্পষ্ট এত বেশি জীবন্ত যে বারবার থমকে গেছি..কখনো কাব্য হাসাতে হাসাতে খাট থেকে ফেলে দিছে কখনো আরশির নীরব যন্ত্রণাগুলো কষ্টে বাকরুদ্ধ করে দিছে কখনো তিরার পাগলামিতে মাথায় হাত তো কখনো যাদিদের প্রতি মুগ্ধতায় বিমুগ্ধ…
এখানেই শেষ না…
–তিরার শাশুড়ির মতো এমন চমৎকার শাশুড়ির প্রতি ভাল লাগা সীমাহীন তো কখনো সম্পূর্ণ বিপরীতধর্মী আরশি, তিরার চমৎকার বন্ধুত্ব তো কখনো কাব্য আর আরশির পরস্পরের প্রতি এত তীব্র অব্যাক্ত ক্রেজিনেস………..
–কিংবা রশ্মির মত মা সমতুল্য ভাবীর এই আদর সম্মান আর ভালবাসা… সাহিলের মত চমৎকার ভাইয়ের বোনকে দেয়া নীরব প্রাণাধিক ভালবাসা…
–সবকিছু প্যারালালি এত সুন্দর ভাবে যেতে যেতে কখন যে গল্প শেষ টের পাইনি..
–সদ্য ভাললাগায় বুদ্ হয়ে কিছুটা মোহে পরে বিয়ে করে ফেলা দুটো মানুষের মধ্যে ঠিক সেভাবেই সম্পর্কটা গড়ে উঠছে যেমনভাবে একটা বাচ্চা দাঁড়াতে গিয়ে পরে যায় হাটতে গিয়ে ব্যাথা পায় কিন্তু হাল ছাড়ে না
–কখনো ভাই ভাবীর সাথেও সবটা শেয়ার না করা আরশি একজন অপরিচিত কাব্যের মাঝেও এতটা বিশ্বাস খুঁজে পেয়েছে যে তার সাথে ৪৪৯কিমি পাড়ি দিয়ে ফেলে কিংবা হলুদ শাড়ি পড়ার মত সাংঘাতিক সাহসের কাজ করে কাব্যের সামনে রাস্তায় চলে আসে
–শহরের মধ্যবিত্ত একটা এলাকার ছোট্ট একটা বাড়ির অলিগলি ঘুপচি ছাদ ফ্লাট বারান্দা বাগান জানালা বেডরুম রান্নাঘর সবকিছু এত জীবন্ত আর এত মায়া দিয়ে বেঁধে গেল যে আজীবন অভিমান করা ছাড়া আর কোন উপায় নেই….
–মস্তিষ্কের একটা অংশ সেই ছোট্ট বাড়িতে কাব্য আরশির অজস্র স্মৃতিতে বুদ্ হয়ে কল্পনায় উঁকি দিবে আজীবন….
কাব্যকে ভোলা অসম্ভব….
Book: uyare didhar deyal pdf link– click here