বৈবাহিক অভীক দত্ত Pdf free Download –
হৃদয় জাগার জন্য-
কালবোশেখির কালো মেঘে যেমনি করে ছেয়ে যায় নীলাভ আকাশ,আমাদের হৃদয়ও ঠিক তেমনি করে তমসাচ্ছন্ন হয়ে পড়ে মাঝে মাঝে।পাপের আস্তরণে আস্তে আস্তে মরচে ধরে ঈমান ও আমলের স্তম্ভগুলোয়।দুর্বল ও নাজুক হতে থাকে কালের আবর্তে।আমরা কি তখন বুঝতে পারি, কোথাও হয়তো তখনও এক টুকরো আলো দীপ্যমান হয়ে জ্বলছে আমাদের প্রতিক্ষায়.???
সেই উজ্জ্বল আলোর ঝলকানি সহসাই আমরা দেখতে পাব, অন্তরের মরচেটুকু যদি দুর করতে পারি। সেই আঁধারটিকে বিদীর্ণ করে,মরচেটিকে থমকে দিয়ে জীবনকে আরো গতিময় করে তুলতে এক নিরন্তর প্রয়াস হচ্ছে “হৃদয় জাগার জন্য”..!!!