বইয়ের নাম : চাঁদের পাহাড়
বইয়ের ধরন : রোমাঞ্চকর/দুঃসাহসিক অভিযান
লেখকের নাম : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সংস্করণ৷৷৷ : ২০১৯(৯৪ পৃষ্ঠা)
প্রকাশনী : বিভাস
দাম৷ : ১৫০ টাকা
# বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কখনো আফ্রিকা ভ্রমণ করেন নি। তিনি বিদেশি জার্নাল আর ম্যাগাজিন লব্ধ তথ্য ব্যবহার করে রচিত করেছেন “চাঁদের পাহাড়”। রোমাঞ্চকর রহস্যময় এই বইটা পড়ে আপনি অবশ্যই ভয়-বিষ্ময় মিশ্রিত ভ্রমণ রোমাঞ্চ অনুভব করবেন।
*উপন্যাস পড়তে পড়তে সবাই নিজেকে শঙ্কর ভাবতে শুরু করবেন। কখনো নিজেকে ভাববেন রেল কর্মচারী, আপনার বসবাসের স্থান সিংহ ও সাপের ভয়। কখনো দুঃসাহসিক পাহাড়ে উঠবেন। কখনো দুর্লভ
দুর্ধর্ষ প্রানীর সাথে মোলাকাত করবেন
। কখনো হারিয়ে যাবেন পাহাড়ের গুহায়, কখনো নিজেকে মৃত ভাবতে শুরু করবেন, কখনো পানির জন্য মনে হবে জীবনটা বের হয়ে গেল কখনো খাবারের জন্য, কখনো মনে হবে -আমিই কোন প্রাণীর খাদ্য হতে চলেছি।
# শঙ্কর মতো আমাদের সমাজের প্রতিটা ছেলেই হতে চায় কিন্তু কতোটুকু সহ্য করতে পারে কষ্ট!!
আমার মনে হয়ঃ
# আমাদের সামাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে আমরা শঙ্করের জীবনকে হয়ত ঈর্ষা করি কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় এরকম শঙ্করের কোন দাম নেই। আর হ্যাঁ দাম আছে ওই শঙ্করের আফ্রিকা থেকে যিনি হীরা এবং সঙ্গে করে প্রচুর অর্থ নিয়ে এসেছে।তাই শঙ্করকে বইতে ভাল মানায়।।।
**যেকোনো জঠিল পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি হল দৃঢ় মনোবল রাখা।
হ্যাপি রিডিং