মুমু – ইভান তুর্গেনভ PDf Download

mumu pdf bangla
বইঃ মুমু
লেখকঃ ইভান তুর্গেনেভ
রিভিউঃ আবির লতিফী

বুক রিভিউঃ

আমাদের চারপাশের বোবা, কালা মানুষদের কি অনুভূতি থাকে? আমাদের মতো মানুষ বা প্রাণীদের ভালোবাসার ক্ষমতা কি তাদেরও থাকে? বোবা, কালাদের সাথে আমাদের করা অন্যায় কি তারা বুঝে? কি অনুভূতি হয় সেসব বোঝার পর তাদের?
হয়তো থাকে, হয়তো বোঝে, হয়তো আমাদের মতো বালিশে মুখ গুঁজে কাঁদে তারা দুঃখ হলে। কিন্তু তাদের অনুভূতির স্বরূপ আমাদের প্রায় সবার কাছে অজানা।
রাশিয়ান লেখক ইভান তুর্গেনেভের ‘মুমু’ বইটি এক বোবা ও কালা মানুষের অব্যক্ত কিছু অনুভূতি নিয়ে লেখা। বইটিতে বোবা-কালা মানুষটির অনুপম প্রেম, মমত্ব আর ভালোবাসার পাশাপাশি আছে তার সাথে হওয়া স্বৈরাচারীতা, অন্যায়ের কথা; আছে বোবা-কালা মানুষটির নীরব দুঃখ আর প্রতিবাদের কথা। বইটি পড়ার পর নিশ্চিতভাবে চারপাশের নীরব মানুষগুলোকে নতুন করে চিনতে পারবো আমরা।
ইভান তুর্গেনেভের সুন্দর প্লট আর বর্ণনা উপরের সবকিছুকে সুখপাঠ্য করেছে। আর বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বইটির বাংলা অনুবাদও বেশ ভালো। তবে সাহিত্যরস আরো উপভোগ করতে চাইলে বইটির ইংরেজি অনুবাদ পড়ে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *