বিকেলের মৃত্যু Pdf Download

Bikeler Mrityu By Shirshendu Mukhopadhyay pdf

Bikeler Mrityu By Shirshendu Mukhopadhyay pdf Download – আমার পড়া শ্রেষ্ট গোয়েন্দা উপন্যাস বিকেলের মৃত্যু Pdf

Title বিকেলের মৃত্যু
Author
Publisher
ফাইল ফরম্যাট: epub, MOBI, Pdf free Download(পিডিএফ ডাউনলোড)
Edition 1st Edition, 1987
Number of Pages 151
Country ভারত
Language বাংলা
জন্মদিনে দিয়েছিলো।নিয়তির খেলায় সেই বইটি এখন আমার হাতে!🙂
যাই হোক,এবার আসি মূল কথায়…
গল্পের মূল চরিত্র “ববী রায়” যিনি একজন অতি জ্ঞানী আইটি এক্সপার্ট আবার বলা যায় ইলেকট্রনিকসের যাদুকর।সে একটি মাল্টিন্যাশনাল কম্পানির বড় মাপের বস।যদিও এই কোম্পানির বস হিসেবে এসেছিলো অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজের দ্বায়িত্ব নিয়ে।তার সহকারি হিসেবে যোগদান করেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে “লীনা ভট্টাচার্য”।তার এই চাকরি নেয়ার একমাত্র কারনই

ছিলো তার একাকিত্ব দূর করা।

আর এভাবেই লীনা জড়িয়ে পরে ববী রায়ের সাথে একটি ভয়ংকর মিশনে।যেখানে যেকোনো সময় মৃত্যুর দূত হানা দিতে পারে।
এই গল্পের কেন্দ্রবিন্দু ছিলো “নীল মঞ্জিল” নামের একটি বাড়ি কিংবা দূর্গ।যেটা রক্ষা করাই ছিলো ববী রায়ের মূল উদেশ্য।
প্রথমে বইটা পড়তে নিয়ে ভাবতে পারিনি এটা একটা বিজ্ঞান,কল্পবিজ্ঞান,ইলেকট্রনিকস,এডভেঞ্চার,থ্রিলার,
প্রেমের,রহস্য সব উপাদানে ভরপুর একটি বই!!যতই পৃষ্ঠা উল্টাছিলাম ততই অবাক হচ্ছিলাম।মোট কথা এক বসায় শেষ করার মতো বই।পড়ে মনে হচ্ছিল চোখের সামনে বিদেশি কোনো থ্রিলার এবং এডভেঞ্চার মুভি চলছে।
অসম্ভব সুন্দর একটি বই।
যারা থ্রিলার,এডভেঞ্চার,সাইন্স ফিকশন পড়তে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই অবশ্যই পাঠ্য একটি বই।
আর বেশি কিছু বললাম না।বাকিট পড়ে জেনে নিবেন!
তারপর আমাকে একটা ধন্যবাদ জানাবেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *