kauri burir mandir Pdf book free Download and review:
- বইয়ের নামঃ কাউয়াবুড়ির মন্দির
- (writter) লেখকঃ অভীক সরকার
- কৃতজ্ঞতাঃ অরিজিনাল আপলোডার
- book প্রকাশকালঃ ২০২০
- সাইজঃ ৩১ এমবি
- Total পাতাঃ ২২৪
- File ফরম্যাটঃ পিডিএফ
কাউরি বুড়ির মন্দির Pdf Download free link:
দুঃস্বপ্নের পুরোনো শশান
সেদিন টিউশনি শেষ করে ফিরতে ফিরতে কিছু টা রাত হয়ে গিয়ে ছিল। যদিও ছাত্র টা বলে ছিল স্যার আজকে না হয় আমাদের বাসায় থেকে যান। আকাশের অবস্থা ও ভালো মনে হচ্ছে না।
কিন্তু আমার তাতে কোনো আগ্রহ হলো থেকে যাওয়ার। তাছাড়া বাড়িতে বাবা মা একা। বৃদ্ধ মানুষ। এই ভেবে একটা ছাতা নিয়ে বেড়িয়ে পড়লাম।
রাত তখন ঠিক এগারোটা কি সোয়া এগরােটা বজে হয়ত। বাহিরে কি ঘুটঘুটে অন্ধকারের একটা ছাপ পড়ে আছে। আলোহীন নিজের হাতটা কে চোখে পড়ছে না। ফোনের লাইটা অন করলাম ।
গ্রামের রাস্তাগুলোর কি নির্জন একা হয়ে না কাটে প্রতি টা রাত। কোনো পথিকের অপেক্ষায় থেকে কেটে যায় তার সমস্তটা অন্ধকার। এই সব ভাবছিলাম আর নিজেই পথের পথিক হয়ে হাটছিলাম।
হঠাৎ করেই ফোনের লাইট টা নিভে গেল। কিছু দেখতে পারছি না। বুঝতে পারলাম ফোন টা বন্ধ হয়ে গেছে। হয়ত ব্যাটারি টা নড়ে গেছে। তাই হয়ত বন্ধ হয়েছে।
অনুমান করেই ফোনের পিছনের কভার টা খুললাম। খুলে ব্যাটারিটাকে হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারলাম যে নাহ্ কোনো সমস্যা হয় নি ব্যাটারির। কেননা ব্যাটারির পাশে যে ছোট্ট কাগজের পুটলিটা দিয়ে শক্ত করে লাগিয়ে ছিলাম। পুটলিটা সেই আগের মতোই রয়েছে।তবুও আন্দাজে ফোনের ব্যাটারিটা খুলে জিহ্বায় লাগিয়ে দেখি চার্জ আছে। তাই আবার যেই মাত্র ব্যাটারিটাকে পুটলি দিয়ে ফোনে লাগাব। ঠিক সেই মুহূর্তে পুটলিটা হাত ফসকে পড়ে গেল কোথাও।
oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q">
বার দুয়েক খুঁজাখুঁজি করলাম। কিন্তু কোথাও পুটলিটা কিংবা পুটলিটার মত ছোট বস্তুও হাতে লাগল না। এরই মধ্যে আবার আকাশে বাজ পড়তে শুরু হয়ে গেল। বাতাস বইছে আর সাথে কি যে ভয়াবহ ভাবে আকাশে বিজলি দিচ্ছে।