Book Name: priyotom osukh shee pdf download by sadat hossen || ~ প্রিয়তম অসুখ সে সাদাত হোসেন pdf download
‘এখন কী মনে হয়?’
‘এখন মনে হয়, আমার নিশ্চয়ই বড়সড় কোনো সমস্যা আছে।’
‘কেন?’
‘নাহলে তোমার মতো এমন একটা গুড ফর নাথিংকে কেউ এভাবে ভালোবাসতে পারে?’ বলে হাসল হৃদি। ‘তোমার কি মনে হয়, আছে কোনো কারণ?’
অনিক কথা বলল না। হৃদি বলল, ‘কী? মন খারাপ হলো?’
‘উহু।’
‘কেন?’
‘কারণ… পৃথিবীতে কারণ ছাড়া কিছু ঘটে না। তা যা-ই হোক না কেন। সবসময় যে আমরা বিজয়ী মানুষটাকেই ভালোবাসি, তা কিন্তু নয়। অনেক সময় পরাজিত মানুষটার প্রতিও আমাদের মায়া হয়। হয় না?’
‘তোমার প্রতি আমার তাহলে কি? মায়া, না ভালোবাসা?’
‘তাতো জানি না। তবে আমিতো পরাজিত মানুষ। তোমার চারপাশে এতো এতো আলো ঝলমলে বিজয়ী মানুষ যে সেখানে আমি খুব মলিন, বিবর্ণ। তবে কি হয় জানো?’
‘কী?’
‘অনেক কোলাহল আর আলোর ভিড়েও আমরা কিন্তু খানিক নির্জনতা খুঁজি। মনে হয়, একটু অন্ধকার বা আড়াল পেলে খানিক জিরিয়ে নেয়া যেত।’ বলে থামল অনিক। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘তোমার এই আলো ঝলমলে জীবনে আমি হয়তো ওই মলিন নির্জনতাটুকু।’
কথাটা কী যে ভালো লাগল হৃদির! তোমার এই আলো ঝলমলে জীবনে আমি হয়তো ওই মলিন নির্জনতাটুকু। কে জানে, অনিকের কথাই হয়তো ঠিক।
না হলে তাকে কেন এভাবে ভালোবাসবে সে!
~ প্রিয়তম অসুখ সে।
সাদাত হোসাইনের নতুন উপন্যাস আসছে অন্যপ্রকাশ থেকে। শীঘ্রই শুরু হচ্ছে প্রি অর্ডার।
ডাউনলোড করুন-