বিয়ে মানে লস প্রজেক্ট Pdf Download

বিয়ে মানে লস প্রজেক্ট Pdf Download ও বই রিভিউ-

“কেন?

“দুলাভাই গতকাল বলেছিল বাসর রাতে বিড়াল মারতে কিন্ত আমি
মারতে ভুলে গেছি। তাই সকালে ঘুম ভাঙার পর যখন মনে পড়ল তখন
বিড়াল খুঁজে পাচ্ছি না। এখন পেলে সবার সামনে মারব ।”

কাসেমের কথা শুনে সবাই হাসিতে লুটিয়ে পড়ল। সবাইকে হাসতে
দেখে বুঝতে পারল কথাটা বলা বোধহয় ঠিক হয়নি। এটার অর্থ অন্য কিছু।

কাসেম ভেবে পাচ্ছে না বিয়ের পর থেকে কী বোকা হয়ে যাচ্ছে! সকল
কর্মকাণ্ড কেমন উল্টা-পাল্টা লাগছে। এক বিবাহিত দোস্তের ডায়লগ মনে
পড়ে গেল। “দোস্ত, বিয়ে তো করছ টের পাইবা। এটা হলো দিল্লিকা লাড়ু
জো বি খায়গা ওবি পত্তায় গা। জো বি না খায়গা সেওবি পত্তায় গা।’

এই জ্ঞানগর্ব উপদেশের অর্থ বিয়ের আগে বুঝতে পারেনি। এখন ঠিকই
বুঝতে পারছে।

কিছুদিন ঘরসংসার করার পর কাসেম বুঝতে পারে তার স্ত্রীকে কোনো
কথা বললে উল্টো বোঝে । এই উল্টো বোঝার শেষ পরিণতি ঝগড়া । বাধ্য
হয়ে ডাক্তার বন্ধুর সাথে এ ব্যাপারে পরামর্শ করল। বন্ধু বলল, “এটা মানসিক
সমস্যা। তুই স্ত্রীকে উল্টো কথা বলবি, দেখবি ও সোজা কথা বলছে।’
দেবে এবং কার্ড খেলবে । ও জানে স্ত্রী বাসায় থাকলে সম্ভব হবে না। তাই
ডাক্তার বন্ধুর পরামর্শ অনুযায়ী প্রথমে উল্টো কথা দিয়ে চিকিৎসা শুরু করল।

“শোন, প্রতি ঈদের পরদিন তোমাদের বাড়ি যাও। এবার যাওয়ার
প্রয়োজন নেই ।’

“কেন?

“দুজনে একসাথে থাকব গল্পগুজব করব। তাছাড়া আমরা গেলে তাদের
অনেক খরচ ।”

হুংকার দিয়ে “তোমায় কে বলেছে আমার বাবা-মা খরচের কথা ভাবছে?
তোমার বাবা-মায়ের মতো তাদের মন ছোট না বুঝছ। তাছাড়া তোমার
কথায় আমি বাসায় বসে থাকব? আমার বাবা-মায়ের কথার কোনো মূল্য
নেই?

“ঠিক আছে, কয়েকটা দিন পরে যাও।”

“না, আমি ঈদের পরের দিনই যাব । একশোবার যাব । তোমার সমস্যা
থাকলে তুমি যেও না, আমি অবশ্যই যাব ।”

“আমার কথা তো শোনবা না। তোমার যা ইচ্ছা তা-ই কর।”

Bangla Pdf Book Download link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *