ডায়েরি অব অ্যা মুসলিম কিড Pdf Download by ফাতিহা আয়াত

diary of a muslim kid by fatiha ayat pdf download ডায়েরি অব অ্যা মুসলিম কিড ফাতিহা আয়াত Pdf Download

diary of a muslim kid by Fatiha Ayat pdf download – ডায়েরি অব অ্যা মুসলিম কিড ফাতিহা আয়াত Pdf Download
বুলি নয়, বন্ধু হও

বইয়ের নামঃ ডায়েরি অব অ্যা মুসলিম কিড
লেখকের নামঃ ফাতিহা আয়াত
প্নরকাশনীঃ অনন্যা
পেজঃ 64

 

নারী ও পুরুষের আদর্শ নারী ও পুরুষ উভয়কেই যেমন সৃষ্টিকুলের মধ্যে বিশেষ সম্মানিত করে সৃষ্টি করা হয়েছে, তেমনি ইসলামের দৃষ্টিতে নারী-পুরুষের মধ্যে কিছু বিশেষ গুণের বাস্তবতা কামনা করা হয়েছে।

এই গুণগুলিই তাদেরকে আদর্শবান হিসাবে তৈরি করতে পারে এবং একমাত্র এই আদর্শের অধিকারী নারী-পুরুষই ইসলামের দেওয়া মর্যাদা রক্ষা করতে পারে। নারী-পুরুষের পারস্পরিক সম্পর্ক ও তাদের পারিবারিক জীবনের বিবরণ পেশ করার পূর্বে তাদের বিশেষ বিশেষ গুণ সংক্ষিপ্তভাবে পেশ করা হ’ল ।

আল্লাহ তা’আলা সূরা আহযাবের ৩৫-৩৬ নং আয়াতে আদর্শ নারী-পুরুষের জন্য ১২টি গুণ পেশ করেছেন। আমরা এইসব গুণাবলী সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বইয়ের প্রাথমিক আলােচনা আরম্ভ করলাম। আশা করি, নর-নারী সকল পাঠক এসব গুণাবলী অর্জন করে আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হবে

। আল্লাহ তুমি কবুল কর-আমীন! ان المسلمين والمسلمات و المؤمنين والمؤمنات والقانتين و القانثات والصادقين والصادقات والصابرين والصادرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصقات والصائمين والصامات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما – وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون الهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا

‘আল্লাহর অনুগত পুরুষ ও স্ত্রীলােক, ঈমানদার পুরুষ ও স্ত্রী লােক, আল্লাহর দিকে মনােযােগকারী পুরুষ ও স্ত্রী লােক, সত্য ন্যায়বাদী পুরুষ ও স্ত্রী লােক, সত্যের পথে দৃঢ়তা প্রদর্শনকারী পুরুষ ও স্ত্রীলােক, আল্লাহর নিকট বিনীত-নম্র পুরুষ ও স্ত্রীলােক, দানশীল পুরুষ ও স্ত্রীলােক, ছিয়াম পালনকারী পুরষ ও স্ত্রীলােক, লজ্জাস্থানের হেফাযতকারী পুরুষ ও স্ত্রীলােক, আল্লাহকে অধিক মাত্রায় স্মরণকারী পুরুষ ও স্ত্রীলােক, আল্লাহ্ এদের জন্য স্বীয় ক্ষমা ও বিরাট পুরষ্কার প্রস্তুত করে রেখেছেন।

কোন ঈমানদার পুরুষ ও স্ত্রীলােকের জন্য আল্লাহ এবং তাঁর রাসূল যখন কোন বিষয়ে চূড়ান্তভাবে ফায়ছালা করেন, তখন সে ব্যাপারে তার বিপরীত কিছু করার কোন অধিকার নেই।