অর্থনীতি রনজিত কুমার নাথ pdf (Download link)

রণজিত কুমার নাথ ঢাকা নটর ডেম কলেজ এর অর্থনীতি বিভাগ থেকে পড়াশোনা করেছেন ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
একাদশ দ্বাদশ শ্রেণির জন্য অর্থনীতি প্রথম, দ্বিতীয় পত্র এবং সম্মান শ্রেণির গাণিতিক অর্থনীতি ও ব্যবসায় গণিত নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কিছু বই লিখেছেন।
এছাড়াও তিনি ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর কিছু বইয়ের সহলেখক ছিলেন।

বইয়ের বিবরণ- 

বইঃ অর্থনীতি প্রথম পত্র ও ২য় পত্র
শ্রেণিঃ- একাদশ- দ্বাদশ
বিভাগঃ- মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা
প্রকাশনাঃ- হাসান বুক হাউস, ঢাকা
মূল্যঃ- ৩২৫ টাকা

সূচিপত্র

  • অধ্যায়-১: মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
  • অধ্যায়-২: ভোক্তা ও উৎপাদকের আচরণ
  • অধ্যায়-৩: উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
  • অধ্যায়-৪: বাজার
  • অধ্যায়-৫: শ্রমবাজা
  • অধ্যায়-৬: মূলধন
  • অধ্যায়-৭ : সংগঠ
  • অধ্যায়-৮: খাজনা
  • অধ্যায়-৯: সামগ্রিক আয় ও ব্যয়
  • অধ্যায়-১০: মুদ্রা ও ব্যাংক

মানবন্টন  (পরিবর্তনশীল)

মাস্টার ট্রেইনার সৃজনশীল প্রশ্ন পত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন এবং জাতীয় শিক্ষাক্রম ২০১২ বিস্তরন ও বাস্তবায়ন নিয়ম অনুসারে।

সৃজনশীল প্রশ্নঃ ৭০ নম্বর
মোট ১১ টি প্রশ্ন থাকবে। ৭ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের পূর্ণমান ১০।    ১০ × ৭ = ৭০
বহুনির্বাচনি প্রশ্নঃ ৩০ নম্বর
মোট ৩০ টি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান ১।   ১ × ৩০ = ৩০
                                                                                                            মোট  = ১০০

ronjit Hsc Economic 1st and 2nd Paper Guide/note 2023 Pdf

মানব সভ্যতার উধালগ্ন হতে আজ অবধি এবং ভবিষ্যতেও অর্থনীতির বলয়ে মানুষ আবদ্ধ । প্রতিনিয়তই মানুষকে অসীম সমস্যা সমাধানে নিরন্তর প্রচেষ্টা চালাতে হচ্ছে। ছাত্র-ছাত্রীরাও প্রত্যেকেই নিজের বর্তমান অবস্থানকে আরো দৃঢ়, মজবুতকরণে, মেধা বিকাশে ক্রমাগত অধ্যবসায়, অনুশীলন, দক্ষতা অর্জন ও সানন্দে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হচ্ছে,জ্ঞান বিজ্ঞানের প্রসার ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ প্রেক্ষাপটে জাতীয় এবং বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। তাই যুগোপযোগী নতুন এই শিক্ষাত্রমে অর্থনীতি বিষয়টির পাঠ্যসূচিও পরিমার্জন করা হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতি বোঝা ও সাফল্যের সাথে মোকাবেলার যোগ্যতা অর্জন, অর্থনীতিক জ্ঞান-দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি সুসংহত করার পাশাপাশি উচ্চতর শ্রেণিতে পাঠের প্রস্তুতি গ্রহণের উপযোগী রণজিতের এই বইটি যথেষ্ট প্রশংসা পেয়েছি।

একাদশ-দ্বাদশ শ্রেণীর এইচএসসির ভালো একটি বই অর্থনীতি রনজিত কুমার নাথ pdf | ronjit economics book for hsc pdf link – download –  link2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *