[PDF] রিভিউ: অন্যমনস্ক PDF Download (জুনায়েদ ইভান)

pdf onnomonoshko zunayed evan

Last updated on January 28, 2022

বন্ধুদের জন্য নিয়ে এলাম অন্যমনস্ক জুনায়েদ ইভান PDF Download || onnomonoshko pdf download by zunayed evan

একজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে অন্য একজন নিখোঁজ হলেন। দুজনের কেউই জানে না, তারা হারিয়ে গেছে। এ রকম একটি গল্প বলার চেষ্টা করেছি। মাঝে মধ্যে দুজনকে একই মানুষ মনে হবে। মাঝেমধ্যে মনে হবে, ওরা আসলে দুজন না। ওরা তিনজন।

মনস্তাত্ত্বিক বিভ্রমের নানান স্তরের কর্মকান্ড থেকে এক একটি চরিত্র ধার করা হয়েছে। একটা মানুষ যখন তার কল্পনাকে সত্য মনে করে তখন তার চিন্তা করার সিস্টেমগুলো কেমন করে কাজ করে? কিংবা সমস্যা যখন আরও জটিল হয়? সত্যকে তিনি কল্পনা মনে করছেন!! চারপাশের সবকিছু অ্যাবস্ট্রাক্ট ছবির মতো-অর্ধেক বস্তু অর্ধেক কল্পনা।
কিংবা কোনো একটি গল্পের চরিত্র জীবিত একজন মানুষকে মৃত মনে করছে। যাকে তার মৃত মনে হয়, তাকে ব্যাপারটা জানানো হয়েছে। তারা দুজন মিলে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে সবকিছু উল্টো দিকে ঘুরতে শুরু করে। ভোরবেলায় যে রকম রাত আর দিনের মধ্যে সাক্ষাৎ ঘটে, সে রকম সম্বন্ধ হয় ডিলিউশন আর হ্যালুসিনেশনের মাঝে। যেন ইথারে মিলিয়ে যায় বস্তুগত সূর্য, ভাবগত প্রেম অথবা জীবন।

কী অদ্ভুত সুন্দর করে লিখেন আপনি!
‘শেষ’ বইটা পড়ার আগ পর্যন্ত জুনায়েদ ইভান নামে কাউকে আমি চিনতাম না, শুধু ছোটভাইয়ের মুখে শুনতাম আপনার গানের প্রসংশা।
তারপর ২০২১ সালে ভাই যখন ‘শেষ’ বইটা হাতে তুলে দেয় প্রচ্ছদটা দেখেই ভালো লেগে যায়।
একদিনেই পুরো বইটা শেষ করে ফেলি, এবং বইটা এতটাই ভালো লাগে যে পরপর দুবার পড়ি সম্পূর্ণ বইটা।

আমি অধীর আগ্রহে বসে ছিলাম কবে আপনার নতুন কোন বই বের হবে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলল আমার😊

সবাই যেখানে আপনার গানের ভক্ত, আমি সেখানে আপনার লেখার ভক্ত!
যদিও ইদানীং আপনার সব গানই শোনা হয়.

Z ডাউনলোড করুন-

অন্যমনস্ক PDf link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *