আসসালামু আলাইকুম
ফেরা ২ pdf
লেখকঃ বিনতু আদিল
প্রকাশকঃ সমকালীন প্রকাশন
রিভিউঃদুই হিন্দু বোন মনিকা-নীলম থেকে আয়িসা আর মারইয়াম হয়ে উঠার গল্প।যারা দেব-দেবতা পূজায় নিজের মগ্ন রাখতো।যারা কুফরের জঞ্জালে আবদ্ধ ছিল।হঠাৎ কিভাবে তারা দ্বীনের সন্ধান পেল? কে দিল তাদের দ্বীনের সন্ধান।দুই হিন্দু ধর্মাবলি বোন দ্বীনে ফেরার চেষ্টা করল।দ্বীনে ফেরা তো এতো সহজ নয়।ঈমান আনতে হলে সম্মুখীন হতে হয় নানা প্রতিকূল পরিস্থিতির।এই প্রতিকূল পরিস্থিতির স্বীকার হয়ে ও তারা কীভাবে তাদের দ্বীনের প্রতি দূঢ থাকে। তারা কীভাবে সকল বাধা বিপত্তি উত্তরণ করে তা নিয়ে এ ফেরা।
প্রকাশকের কথাঃ
নীড়হারা আর কতকাল কেটে যাবে? আর কতকাল ভবঘুরে হয়ে,ভীষণ উদাসীনতা কেটে যাবে আটপৌরে জীবনের অনাগত স্নিগ্ধ ভোর? এই ঝাঁঝালো দুপুর,প্রসন্ন বিকেল,ধূসর গোধূলি, নিথর সন্ধা,নির্জন রাত আর কত দিন কেটে যাবে ভীষণ অন্ধকারে? সব পাখি নীড়ে ফেরে, সব নদী বয়ে যায় আপন ঠিকানায় ;ফেরে না কেবল মানুষ! তবু কেউ কেউ ফিরে আসে।ফেলে আসে একজীবনের সমস্ত সম্মোহনা।সেই ফেলে আসা,ছেড়ে আসা,রেখে আসা দুঃসাহসী দু-বোনের সত্যের পানে নিনির্মুখ ছুটে চলার উপাখ্যান দিয়ে সাজানো হয়েছে ফেরা ২।
ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।