বাংলা হাসির নাটক Pdf কালেকশন (Download) – Bangla hasir natok PDF links

bookishbd Bangla hasir natok PDF links বাংলা হাসির নাটক Pdf 2

যাহা রম্য রচনা ও রসিক গল্প পছন্দ করেন তাদের জন্য নিয়ে এলাম বাংলা হাসির নাটক pdf Download কালেকশন। 

বিবরণ-

book হাফ ডজন হাসির নাটক
Author
Publisher
Edition 1st Published, 2011
Number of Pages 96
Country ভারত, বাংলা
format pdf

বাংলা হাসির নাটক উদাহরণ

নববর্ষের ঠিক আগের দিনটি। এক ভূম্বামী ও জেনারেলের মেয়ে নেলি। যুবতী এবং দারুণ সুন্দরী। রাত-দিন কেবলই বিয়ের স্বরে বিভোর হয়ে থাকে। তো, সে তার ঘরে বসে ক্রান্তির একেবারে শেষ সীমায় পৌঁছে জাধ-বোজা চোখে আয়নার দিকে তাকিয়ে ছিল । তাকে ফ্যাকাশে, উত্তেজিত, এবংআয়নাটার মতোই স্থবির-নিশ্চল দেখাচ্ছিল।

অস্তিত্বহীন, কিন্তু আপাতদৃষ্টিতে এক লম্বা, অপ্রশস্ত বারান্দা_ তাতে মোমবাতির
অফুরান সারি; তার মুখের, হাতের, দেহ-কাঠামোর প্রতিফলন– এই সবকিছুই কুয়াশায়
ঢাকা এক সীমাহীন ধূসর সাগরে মিশে গেছে। সাগরটি তরঙক্ষবধ, থেকে থেকে জ্বলে
ওঠে এবং যখন-তখন টকটকে গাঢ় লাল আলো ছড়ায় ।…

নেলির স্থির দুটি চোখ এবং ফাক হয়ে থাকা ঠোট দেখে কারো পক্ষে বলা মুশকিল
সে ঘুমিয়ে আছে, নাকি জেগে আছে; তা সত্তেও সে কিন্তু দেখছিল! প্রথমে সে কারো
চোখের কেবল হাসিটুকু এবং নত্র, রূপ-মনোহর অভিব্যক্তি দেখতে পেল, এরপর বদলে
যেতে থাকা ধৃসরের পটভূমিতে একটি মাথার রেখাচিত্র, একটি মুখ, ভুরু, দাড়ি ফুটে
উঠল ধীরে ধীরে। এ সেইজন, সেই কাঙ্ফিত পুরুষ_ অনেকদিনের স্বপ্ন ও আশায়
লালিত ধন। এই লালিত আকাঙ্জার মানুষটি ছিল নেলির সবকিছু- তার জীবনের
সারকথা, ব্যক্তিগত সুখ, জীবনের গতি, নিয়তি- সব। তাকে বাদ দিলে এ আয়নার
পশ্চাদ্ভূমির মতোই সবকিছু শূন্য, অর্থহীন। আর তাই এটা অবাক হওয়ার মতো
কোনো ব্যাপার নয় যে, সে তার সামনে সুদর্শন, মনকাড়া হাসিমাখা মুখটি দেখে পরম
সুখে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। এমনই মধুর স্বপ্নে বিভোর ছিল সে-_ যা কথায় বা

কাগজে লিখে বোঝানো যায় না। এরপর সে তার গলার আওয়াজ শুনতে পেল।
দেখতে পেল- সে তার সঙ্গে একই ছাদের নিচে বাস করছে, তার জীবন মিলেমিশে
একাকার হয়ে গেছে সেই সুদর্শন পুরুষের সঙ্গে। মাসের পর মাস, বছরের পর বছর
কেটে গেল সেই ধুসর প্রেক্ষাপটে । এবং নেলি তার ভবিষ্যতের খুঁটিনাটি সবকিছু স্পষ্ট
দেখতে পেল।

ছবির পর ছবি ফুটে উঠতে থাকল ধুসর পশ্চাদৃভূমিতে। নেলি এখন নিজেকে
দেখতে পেল_ এক শীতের রাতে জেলা-চিকিৎসক স্তেফান লুকিচের দরজায় টোকা
দিচ্ছে। গেটের পেছন থেকে বুড়ো কুকুরটি অলসভাবে ভাঙা গলায় বার কয়েক ঘেউ
ঘেউ করল খ্যানখ্যানিয়ে। ডাক্তারের জানালাগুলো অন্ধকারে অদৃশ্য হয়ে ছিল।
চারপাশের সবকিছু শুনসান নীরব।

“ঈশ্বরের দেহাই, ঈশ্বরের দোহাই! ফিসফিসিয়ে বলল নেলি।

শেষমেশ বাগানের গেটটা ক্টাচম্টাচিয়ে উঠল এবং নেলি ডাক্তারের রীধুনিকে
দেখতে পেল।

“ডাক্তার কি বাড়িতে আছেন?

হিজুর ঘুমাচ্ছেন’, জামার হাতা দিয়ে মুখ ঢেকে রীধুনি ফিসফিসিয়ে এমনভাবে
বলল, যেন সে খুব ভয় পাচ্ছে_ এই বুঝি সে তার মনিবের ঘুম ভাঙিয়ে ফেলল!

“তিনি তার জ্বরের রোগীদের দেখে কেবলই বাড়ি ফিরেছেন, এবং হুকুম দিয়ে
রেখেছেন- তাকে যেন ঘুম থেকে জাগানো হয়।”

কিন্তু নেলি যেন রীধুনির কথা শুনতেই পেল না! রীধুনিকে এক ধাক্কায় পাশে
সরিয়ে মাথা বাড়িয়ে সে দ্রুত ঢুকে গেল ডাক্তারের বাড়িতে। কয়েকটি অন্ধকার এবং
উল্টে ফেলে শেষমেশ সে ডাক্তারের শোবার ঘরে পৌছে গেল। পোশাক পরা
অবস্থাতেই স্টেফান লুকিচ তার বিছানায় শুয়ে ছিল। অবশ্য শোয়ার আগে কোটটা খুলে
রেখেছিল। ফোলানো ঠোটের ফাক দিয়ে সে শ্বাস ফেলছিল খোলা হাতটার ওপর।
একটি রাতবাতি টিমটিমিয়ে ক্ষীণ আলো ছড়াচ্ছিল। মুখে কোনো শব্দ উচ্চারণ না
করেই নেলি বসে পড়ল এবং কীদতে শুরু করল । ডুকরে ডুকরে ভীষণভাবে কীদল সে
পুরো শরীর কীপিয়ে।

‘আমার স্বামী অসুস্থ! ফুঁপিয়ে কাদতে কীদতে বলল সে। স্টেফান লুকিচ চুপ করে রইল। এরপর ধীরে ধীরে সে উঠে বসল। মাথার ভর রাখল হাতের ওপর, এবং ঘুমে ঢুলুঢুলু চোখ দুটি স্থির করল তার মেহমানের ওপর । “আমার স্বামী অসুস্থ নেলি একই কথা বারবার বলতে থাকল এবং আবারো ফুঁপিয়ে কীদতে শুরু করল। “দয়াময়ের দোহাই, জলদি আসুন। জলদি চলুন…. জলদি চলুন!”

“এহ?’ হাতের ভেতর নাক ঝাড়তে ঝাড়তে গর্জে উঠল ডাক্তার। চলবে…..

Bangla hasir natok pdf download links

1. শ্রেষ্ঠ হাসির গল্প pdf link1 – বইটির পিডিএফ link2 ফাইল সংগ্রহ করুন অথবা অনলাইনে পড়ুন

2. নবান্ন নাটক PDF

হাসির শ্রুতি নাটক pdf, হাসির নাটকের নাম pdf, বাংলা হাসির মঞ্চ নাটক pdf, সওদাগরের নৌকা নাটক pdf download, রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির নাটক, বাচ্চাদের হাসির নাটক, ছোটদের হাসির নাটকের বই pdf, ভাড়াটে চাই নাটক pdf, হাত হদাই নাটক pdf, নবান্ন নাটক pdf free download, বাংলা নাটক সমগ্র pdf, ছোট নাটকের স্ক্রিপ্ট pdf, সুকুমার রায়ের হাসির নাটক, তুলসী লাহিড়ী নাটক সমগ্র pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *