সংশয়বাদী বই PDF Download (আসিফ আদনান)

আসিফ আদনান সংশয়বাদী আলোচ্য বইটি তে লেখক দাবা খেলার পাশা কে উলটে দিয়েছেন। চিরাচরিত দৃষ্টিভঙ্গীর বাইরে গিয়ে পাঠককে ভাবতে উৎসাহ জুগিয়েছেন। আধুনিকতার মাপকাঠিতে ইসলাম কে বিচার করার পরিবর্তে তিনি ইসলামের চিরন্তন মাপকাঠিতে আধুনিকতা কে

বিচার করার পরামর্শ দিয়েছেন। ইসলাম ও আধুনিকতার ওয়ার্ল্ডভিউ এর মধ্যেকার বুদ্ধিবৃত্তিক লড়াই আমাদের বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই দ্বন্দ্বের প্রকৃতি ও বাস্তবতা সমন্ধে আমাদের যুবসমাজ উদাসীন। তারা আদতে বিশ্বাসই করতে চায়না যে এই দুই ভাবনার মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব আছে। আলোচ্য বইটিতে লেখক হাকিকাতযু এই দ্বন্দ্বের স্বরূপ তুলে ধরেছেন। পাশাপাশি এই দ্বন্দ্বকে মোকাবিলা করার কৌশল বাতলে দিয়েছেন। আমার বিশ্বাস আলোচ্য বইটি যুবসমাজের কাছে এক অমোঘ অস্ত্র স্বরূপ যেটি তাকে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সফল হতে সহায়তা করবে।

বই পরিচিতি :-
  • ◑➤ বইয়ের নাম :- ‘সংশয়বাদী’
  • ◑➤ মূল লেখক :- ড্যানিয়েল হাকিকাতযু
  • ◑➤ অনুবাদক :- আসিফ আদনান
  • ◑➤ প্রকাশক :- Ilmhouse Publication
  • ◑➤ প্রচ্ছদ মূল্য :- ২৬০ টাকা (নির্ধারিত)
  • ◑➤ পৃষ্ঠা সংখ্যা :- ২৬৬ পৃষ্ঠা
  • ◑➤ বইয়ের ধরন :- পিডিএফ ডাউনলোড

সংশয়বাদী বই PDF Download – ebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *