ব্রয়লার মুরগির ঔষধের তালিকা Pdf Download : রোগ ও প্রতিকার, খাবার চার্ট

bookishbd ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট ব্রয়লার মুরগির খাবার তালিকা

Book: Broiler chicken medication list pdf bangla: খামার পাগলা বন্ধুদের জন্য নিয়ে এলাম ব্রয়লার মুরগির ঔষধের তালিকা pdf download.

এই পোস্ট হতে আপনি যাহা যাহা জানতে পারবেন-

ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট – ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ – সোনালি মুরগির ঔষধের তালিকা pdf – পল্টি মুরগির ঔষধের তালিকা – ব্রয়লার মুরগির খাবার তালিকা – ব্রয়লার মুরগির খামার

ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির চার্ট : ব্রয়লার মুরগির খাবার তালিকা

বয়স (দিন)দৈনিক খাদ্য গ্রহন (গ্রাম/মুরগি)মোট খাদ্য গ্রহন (গ্রাম/মুরগি)দৈহিক ওজন (গ্রাম/মুরগি)খাদ্য রূপান্তর হার (এফসিআর)দৈনিক পানি গ্রহন (মিলি/মুরগি)
১ দিন১৫১৫৪৫০.২৫৩০
২ দিন১৮৩৩৭৬০.৪৩৩৫
৩ দিন২২৫৫৯৬০.৫৭৪৫
৪ দিন২৪৭৯১১৮০.৬৭৫০
৫ দিন২৭১০৬১৩৭০.৭৭৫৫
৬ দিন৩২১৩৮১৬৬০.৮৩৬৫
৭ দিন৩৫১৭৩১৯৭০.৮৮৭০
৮ দিন৪০২১৩২২৯০.৯৩৮০
৯ দিন৪৪২৫৭২৬৫০.৯৭৯০
১০ দিন৪৮৩০৫৩০৫১.০০১০০
১১ দিন৫৩৩৫৮৩৪৭১.০৩১১০
১২ দিন৫৭৪১৫৩৯১১.০৬১২০
১৩ দিন৬২৪৭৭৪৩৮১.০৯১৩০
১৪ দিন৬৮৫৪৫৪৯১১.১১১৪০
১৫ দিন৭৩৬১৮৫৪২১.১৪১৫০
১৬ দিন৭৮৬৯৬৬০০১.১৬১৬০
১৭ দিন৮৪৭৮০৬৬১১.১৮১৭০
১৮ দিন৯০৮৭০৭১৯১.২১১৮০
১৯ দিন৯৬৯৬৬৭৮৫১.২৩১৯০
২০ দিন১০২১০৬৮৮৫৫১.২৫২১০
২১ দিন১০৮১১৭৬৯২৫১.২৭২৩০
২২ দিন১১৪১২৯০১০০০১.২৯২৫০
২৩ দিন১২০১৪১০১০৭৫১.৩১২৭০
২৪ দিন১২৬১৫৩৬১১৫৫১.৩৩২৯০
২৫ দিন১৩৩১৬৬৯১২৩৬১.৩৫৩১০
২৬ দিন১৩৯১৮০৮১৩২০১.৩৭৩৩০
২৭ দিন১৪৫১৯৫৩১৪০৫১.৩৯৩৬০
২৮ দিন১৫১২১০৪১৪৮২১.৪২৩৯০
২৯ দিন১৫৬২২৬০১৫৭০১.৪৪৪১০
৩০ দিন১৬২২৪২২১৬৭০১.৪৫৪৩০
৩১ দিন১৬৮২৫৯০১৭৬২১.৪৭৪৫০
৩২ দিন১৭৩২৭৬৩১৮৬৭১.৪৮৪৭০
৩৩ দিন১৭৮২৯৪১১৯৭৪১.৪৯৪৮০
৩৪ দিন১৮৪৩১২৫২০৮৩১.৫০৪৯০
৩৫ দিন১৮৮৩৩১৩২২০৯১.৫০৫০০

ব্রয়লার মুরগির রোগ ও প্রতিকার

ব্রয়লার মুরগির এস্পারজিলোসিস (Aspergillosis Disease) রোগের বা ব্রুডার নিউমোনিয়া (Brooder Pneumonia) একটি ফাঙ্গাস জনিত রোগ।
প্রতিরোধঃ
যদি বাচ্চা অবস্থায় মুরগীর সমস্যা দেখা যায় তবে শেষ পর্যন্ত ব্যাচে সমস্যা লেগেই থাকে। তাই ব্রুডার নিউমোনিয়াতে যেন বাচ্চা আক্রমন করতে না পারে সতর্ক থাকতে হবে।
লিটার হিসেবে অবশ্যই ধানের তুষ ব্যবহার করতে হবে।কাঠের গুড়া ব্যবহার কমাতে হবে। লিটারে তুতে দিয়ে স্প্রে করা যেতে পারে।

প্রতিকার:-

  • ১। রেজিস্ট্যার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ মত দ্রুত চিকিৎসা নিতে হবে। এ ছাড়া Enflox-Vet solution/cotrim vet suspension-1 ml/Ltr তিন থেকে পাঁচ দিন খাওয়ালে উপকার হয়।
  • ২। রসুনের রস ভাল কাজ করে।
  • ৩। কপার বা তুতে খাওয়ানো যেতে পারে।

ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায়-

১। খামারের বাচ্চা আনার আগ থেকে শুরু করে নিয়মিত খামার পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। এতে খামারে রোগের প্রকোপ কমে যাবে এবং মুরগির দৈহিক বৃদ্ধি দ্রুত হবে।

২। মুরগির খামারে বাচ্চা আসার ৪৫ মিনিট পূর্বে চিকগার্ডের ভেতরে প্রবা‌য়োটিক স্প্রে করে দিতে হবে। বাচ্চা ব্রুডারে ছাড়ার ৩০ মিনিট আগে পানির ড্রিকার দিয়ে দিতে হবে।

৩। খামারে ব্রয়লার পালনের জন্য ১ দিনের বাচ্চার বয়স ৩৬ গ্রাম হতে হবে। বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।

৪। ব্রয়লার খামারে যাতে সবসময়ই আলো প্রবেশ ও বায়ু চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

৫। খামারে ব্রয়লার মুরগির লিটার সবসময় শুকনো রাখতে হবে। খামারের লিটার ভালো হলে মুরগি ভালো থাকবে। এজন্য নিয়মিত মুরগির লিটার পর্যবেক্ষণ করতে হবে। আর প্রয়োজন হলে লিটার পরিবর্তন করে দিতে হবে।

৬। ১৫ দিন বয়সের মধ্যে মুরগি গ্রাডিং শেষ করতে হবে। ১৮ দিন বয়সে গ্রথ আসার জন্য গুরের পানি খাওয়াতে হবে। ২০ দিন অতিবাহিত হলে মুরগি ফ্লাসিং করতে হবে। ২৫ দিন পর হইতে মাদি এবং ছোট মুরগি বিক্রি করতে হবে।

৭। ব্রুডিং এ তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং দুই ব্যাচের মধ্যে ১৫ দিন বিরতি দিতে হবে।

৮। খামারের মুরগিগুলোকে যথাসময়ে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। যে কোনো ঔষধ ব্যবহারকালে সেই ওষুধের মেয়াদ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মুরগির খামার 1
মুরগির খামার 1

Broiler chicken medication list bangla pdf links

ব্রয়লার মুরগি পালন বই pdf নং ১ ডাউনলোড লিংক- Broiler Management Handbook – Aviagen
ব্রয়লার মুরগি পালন বই pdf নং- ২ ডাউনলোড লিংক- Everything You Need to Know About Raising Broiler Chickens
ব্রয়লার মুরগি পালন বই pdf নং- ৩ ডাউনলোড লিংক- Broiler Production Management

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *