হাদিসে জিবরিল Pdf Download – Hadith e jibreel in bangla pdf book

Hadith e jibreel in bangla

পাঠকদের প্রিয় একটা বই হাদিসে জিবরিল Pdf Download , ওমর (রা.) থেকে বর্ণিত একটা হাদীস যেখানে তিনি বর্ণনা করেছেন:  একদিন আমরা রাসূলুল্লাহ্সো.)-এঁর নিকট বসেছিলাম এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয় যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল কুচকুচে কালো; তার মাঝে ভ্রমণের কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের কেউ তাকে চিনতে পারে নি। সে নবী সো.)-এঁর উরুতে রেখে বললো: হে মুহাম্মাদ! আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ্(সা.) বললেন: ইসলাম হচ্ছে এই যে – তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ্‌ ছাড়া আর কোন ইলাহ্‌ নেই এবং মুহাম্মাদ সো.) আল্লাহ্‌র রাসূল, সালাত কায়েম কর, যাকাত আদায় রর, রমজানে রোজা রাখো এবং যদি সামর্থ থাকে তবে (আল্লাহ্র) ঘরের হজ্ৰব কর। সে (লোকটি) বললো: আপনি ঠিক বলেছেন। আমরা বিশ্মিত হলাম, সে নিজে তার কাছে জিজ্ঞাসা করছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে।

এরপর সে বললো: আচ্ছা, আমাকে ঈমান সম্বন্ধে বলুন। তিনি (রোসূল) বললেন: তা হচ্ছে এই – আল্লাহ্‌, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তীর রাসূলগণ ও আখেরাত বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দতে বিশ্বাস করা । সে (আগন্তক) বললো: আপনি ঠিক বলেছেন। তারপর বললো: আমাকে ইহসান সম্পর্কে বলুন। তিনি বললেন: তা হচ্ছে এই – তুমি এমন ভাবে আল্লাহ্র ইবাদত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন। সে বললো: আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তিনি (রাসূল) বললেন: যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশী কিছু জানেনা। সে (আগন্তক) বললো: আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন।

info of Hadith e jibreel in bangla pdf

book হাদিসে জিবরিল  – তিনি হলেন জিবরীল
Author
Publisher
Edition 1st Published, 2019
Number of Pages 260
fprmat pdf
Language বাংলা

BooK: Hadith e jibreel in bangla | হাদিসে জিবরিল Pdf Download link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *