মুসলিম ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বই। আমি আলহামদুলিল্লাহ, আমার দৈনন্দিন কাজের অনেক ইসলামিক পন্থা সম্পর্কে মহসিনিন বইটি পড়ার মাধ্যমে জানতে পেড়েছি।ইসলামিক বই মহসিনিন বই শর্ট পিডিএফ আকারে এখানে দেয়া হলো.
- বইয়ের নামঃ মুহসিনীন
- লেখকঃ আব্দুল্লাহ ইবনে জা’ফর
- পৃষ্ঠা : ৩০
- সাইজ : ৪ মেগাবাইট
- ক্যাটাগরি- ইসলামিক বই PDF
- ফরমেট: PDF(পিডিএফ)
- ধরন: পিডিএফ ফ্রি ডাউনলোড
রিভিউ
মুহসিনীন ও মুহস্বানাত বই দুটো একবারে সময়ের দাবি। বইয়ের নাম ও প্রচ্ছদ পড়েই বই দুটো কিনে ফেলি। সবাই দেখলাম ভালোই প্রশংসা করলো। আমি অবশ্য এর উল্টো দিক গুলো তুলে ধরবো।
প্রথমত, তারা যে গবেষণা চালিয়েছি, সে বিষয়ে সংখ্যা ছাড়া স্পষ্ট বক্তব্য নেই । গবেষণায় যেসব লোক নির্বাচন করা হয়েছে, তাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক শক্তি, পারিবারিক শিক্ষা বা শিক্ষাগত যোগ্যতা, সময়কাল, বয়স সহ নানান বিষয়গুলো স্পষ্ট করার দরকার ছিল।
শব্দচয়ন গুলো খুবই বাজে। লেখক-লেখিকাদের যথেষ্ট পরিমান শালীনতা ও শব্দ ভান্ডারের অভাব। বাংলাদেশের পাঠক মার্কেট বুঝেই এইসব শব্দ চয়ন করা হয়েছে। ব্যবসায়ী হিসেবে চতুর। তবে কি তারা ভুলে গিয়েছে, একটি বই–ইতিহাসের অংশ?
Citation এর ঘাটতি আকাশচুম্বী। যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর আবার দুর্বল ভিত্তি। দুটো বইই নিজেদের মন মতো লিখেছে। বিভিন্ন স্কুলের(মাজহাব) মতামত দিয়ে, হারাম বিষয়গুলোও বিতর্কিত করে দিয়েছে। পাঠাকদের যখন মনে চাইবে তখনি নিজেরদের মন মতো মাজহাব মানবে। এটা কোনো কাজ হইলো?
বইটি পড়তে গেলে মনে হবে, লেখকদের চিন্তার জগৎ জুড়ে বিকৃত মানুষদের সাথে উঠা বসা। চিন্তার ঘুনে ধরা পর্ণ আসক্ত লোকদের প্রশ্ন নিয়েই এই বইটি লেখা হয়েছে। কে বলবে তাদের যে, অপপ্রচারও একটা প্রচার? এই সব বিষয়গুলো স্থানীয় আলেমদের কাছে প্রশ্ন করাটাই কাম্য। কারণ, ব্যক্তি-স্থান ভেদে একেক জায়গায় একেক মাসায়াল প্রযোজ্য। সবচেয়ে ভালো হতো, যদি তারা আমাদের মাদরাসার মতো Fundamental Perimeter গুলো বলে দিতো। যাতে, পাঠক নিজের মতো করে চিন্তা করতে পারে।
বইটি, এই ফেতনার যুগে মনে হয় আরো একটা ফিতনা। ভেড়ার চামড়ায় শিয়ালের অবস্থান। এই আরকি!
বইটি দ্রুত সংস্কারের আহবান জানাচ্ছি। পাশাপাশি, বই লেখার ক্ষেত্রে একটা রেগুলেটরি বোর্ড থাকা সময়ের দাবি। বিশেষত, ইসলামিক কন্টেন্ট এর জন্য। পাঠকদের কোক দেখিয়ে শারাব পান করালে তো আর হবে না।
একটি বই একটি ইতিহাস। আল্লাহ মুসলিম উম্মাহকে ফিতনা থেকে রক্ষা করুক। বিশেষত, দাজ্জালের ফিতনা। আল্লাহ রাসূল কি সাধে বলেছিল, কেয়ামতের আগে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা?
পিডিএফ ডাউনলোড লিংক
ঘরের মা বোন বউকে দেবার আগে শুনতে প্রস্তুত থাকুন, এইসব আমরা আগে থেকেই জানি, এগুলা বই পড়ে জানা লাগেনা। যদি কেউ এরপর বইটা পড়েও ফেলে, আপনাকে মনে মনে ধন্যবাদ দিবে।
মহসিনিন বই Pdf Download (free) link –