Last updated on July 9, 2021
সক্রেটিসের জীবনী pdf download – সক্রেটিসের জবানবন্দি ও মৃত্যুদন্ড pdf download
বইঃ যাযাবরের চোখে বাংলাদেশ – প্রকৃতি
লেখকঃ আশিক সারওয়ার
প্রকাশনা সংস্থাঃ পেপার ভয়েজার
মুদ্রিত মূল্যঃ ৩৩৫ টাকা (কিছুটা ডিস্কাউন্টে পাওয়া যায়, আমি ২৫% ডিস্কাউন্টে বইমেলা থেকে নিয়েছিলাম)
ব্যক্তিগত রেটিংঃ ৪/৫
শর্ট রিভিউঃ
বইটিকে ঠিক ভ্রমণ সাহিত্য বলে মনে হয়নি, সুন্দর করে লেখা ট্রেকিং অভিজ্ঞতার সংকলন বলা চলে। সুন্দর লেগেছে প্রকৃতির বর্ণনা। কোন কোন জায়গায় ফিলোসফির টাচ লেখাগুলোকে রিলেটেবল করেছে, পারিবারিক ভ্রমণের অংশটুকু বেশ ভাল লেগেছে।
গত ৫ বছরের ভ্রমণ নিয়ে লেখা বলে বইটিকে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়ানো কিংবা ট্রেকিং এর জন্য রেফারেন্স হিসেবে কাজে লাগানো যেতে পারে, অন্তত আমার তো কাজে লাগবেই কেননা অনেক হোটেল এবং স্থানীয় গাইডের নাম্বার দেয়া আছে, ক্ষেত্রবিশেষে কোথায় কিভাবে যেতে হবে তারো কিছু বর্ণনা পাওয়া যায়। পাহাড় এবং ঝর্ণা যারা ভালবাসেন তারা বইটি বেশ ভাল পেতে পারেন।
এবার লেখনি প্রসঙ্গে বলি- এটা লেখকের প্রথম বই , সে হিসেবে নিজের লেখার একটা ক্ষমতা আছে সেটির প্রমাণ তিনি দিয়েছেন তবে ভবিষ্যতে দক্ষতা বৃদ্ধি পাবে আশা করছি, বিশেষত বাক্য গঠন এবং যতি চিণহ ব্যবহারে আরো মনোযোগী হলে গল্প বলার ধরনটা আরো জমাটি হবে।