অতলান্তিক প্রেম Pdf download

প্রেম
বইয়ের নাম: অতলান্তিক প্রেম
ধরন: কাব্যগ্রন্থ
কবি: রাশেদ রানা
প্রচ্ছদ: সোহেল আশরাফ
প্রকাশনী: চলন্তিকা, credit- Nazneen Nisha
প্রকাশকাল: বইমেলা ২০২১
মূল্য: ১৫০ টাকা।
“আমার অতলান্তিক প্রেম
চক্ষুষ্মান হয়নি কখনো তোমার,
বহতা জীবন স্রোতের বৈপরীত্যে
নিজেকে লুকিয়েছি বারবার।”
কবি রাশেদ রানা- হৃদয়ের গভীরে অব্যক্ত ভালোবাসা পুষে রাখেন। কবির সুপ্ত চিন্তাধারার এমন অনুভূতি নিয়ে লিখেছেন ২য় কাব্যগ্রন্থ “অতলান্তিক প্রেম।”
কবিতা মানবজীবনের সূক্ষ্ম অনুভূতির কথা বলে। অল্প কয়েকটা পঙক্তিতে জীবনের গল্প, ভালোবাসা, হাহাকার, শূন্যতা সবকিছু ফুটিয়ে তোলা যায়। আর “অতলান্তিক প্রেম” কাব্যগ্রন্থে এ অনুভূতিগুলোর প্রকাশ যেনো একটু বেশিই ছিলো।
যাযাবর কবি তার ছুটে চলা জীবনে খোঁজ করেন অবিনাশী প্রেমের। যে প্রেমের কোনো শেষ নেই, যার কোনো গভীরতা মাপা সম্ভব না।
“অবিনাশী প্রেমের খোঁজে আমি আজন্ম যাযাবর
বলা হয়ে থাকে অপেক্ষা ভালোবাসার শুদ্ধতম নিদর্শন। সবাই অপেক্ষা করতে পারে না। আমাদের কবি সেই অতলান্তিক প্রেমের প্রতীক্ষায় পুরো একটা জীবন কাটাতে পারেন। প্রেমিকার চিঠির প্রতীক্ষায় কবির আকুলতা ফুটে উঠেছে ‘প্রতীক্ষা’ কবিতায়।
“সেই যে গেল বসন্তে বলেছিলে-
আমায় একটি চিঠি লিখবে,
সেই থেকে নিয়ম করে ডাকবাক্সে উঁকি দেই,
ডাকপিয়ন দেখলেই ছুটে যাই,”
কাব্যগ্রন্থটিতে কবি দেখিয়েছেন কিভাবে একজন প্রেমিক বুকের গভীরে প্রেম পুষে রাখে। আবার সময়ের পরিক্রমায় তা পরিবর্তিত হয়েও যায়। এ নিয়ে কবি লিখেছেন ‘দিনবদল’ কবিতাটি।
“অথচ একবারও ভাবলে না কেন দিন বদল হয়,
কেন পাল্টে যায় সোমের গেলাস,
অভুক্ত প্রেমের সমীকরণে-
আমার কপালটাই কেন যায় উল্টে।”
মানবজীবন ব্যস্ততায় ভরপুর। ব্যস্ততার কারণে আমরা সময় দিতে পারিনা নিজেকে কিংবা করা হয়ে ওঠেনা পছন্দের কাজ। ‘ব্যস্ততা’ কবিতায় কবির সে আক্ষেপ ফুটে উঠেছে।
“বলতে পার?
কতদিন, কতরাত কেটে গেছে-
অথচ! এক সময়ে নিয়ম করে সবই হতে।
বৃষ্টি, আকাশ, কাশফুল, গান কিংবা কবিতা।”
এরকম বিভিন্ন ভাবের মোট ৪৭ টি কবিতা মলাটবদ্ধ হয়েছে “অতলান্তিক প্রেম” কাব্যগ্রন্থে। এটি কবির ২য় কাব্যগ্রন্থ, যার পরিপক্বতার ছাপ ছিলো কবিতাগুলোতে। শব্দচয়নে ভীষণ মুগ্ধ হয়েছি। কিছু কবিতা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশেষ করে ‘জাতে উঠা বাঙালি’ আর ‘আমরা শোকাহত’ কবিতা দুটি। এ দুটি কবিতায় কবির চিন্তার বিশালতা সম্পর্কে আপনি ধারণা পাবেন। সব মিলিয়ে “অতলান্তিক প্রেম” আমার মনের অতলে জায়গা করে নিয়েছে। কাব্যপ্রেমীরা বইটা একবার পড়ে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *