অনুভূতির অভিধান পিডিএফ ডাউনলোড

বই:অনুভূতির অভিধান pdf download free (পিডিএফ ডাউনলোড)
লেখক:তাহসান খান
প্রকাশনী:অধ্যয়ন
মূল্য:২৭০

book অনুভূতির অভিধান
Author তাহসান খান
Publisher অধ্যয়ন
file পিডিএফ ডাউনলোড
Edition 1st Published, 2021
Country বাংলাদেশ
Language বাংলা

অনুভূতিএ অভিধান বই রিভিউ

অনুভূতিএ অভিধান বইটাতে ২০ টা অনুভূতি উঠে এসেছে,প্রতিটায় জীবন থেকে নেয়া কোনো গল্পের উপর লেখা।প্রতিটা অনুভূতি পর একটি করে খুব সুন্দর একটা কবিতা,আর একটি চিত্র দেয়া আছে।
২০নাম্বার অনুভূতিটা মনাকন্সিস,অনেক মানুষ আছে আমাদের চারপাশে তারা তাদের ইচ্ছা অনুযায়ী সব পেয়েছে।তাও কেনো জেনো কোনো একটা শূন্যতা কাজ করে।লেখকের ভাষায় মানুষ যখন তার বর্তমান অবস্তানে প্রতিনিয়ত কোনো ক্স্বস্তি নিয়ে বেচে থাকে,যখন তার মনে হয় সে অন্য কোনো পরিবেশে অন্য মানুষের ভিড়ে খুজে পাবে তার অধিবাস, তখন এই তীক্ষ্ণ যে অনুভূতি হদয় দংশনে সফল,
এইটার কোনো অভিধান নেই বাংলা, ইংরেজি তে।মনের ভিতর থেকে একটা বানী আসে, তারা তাদের মনের কথা শোনে।এইটা একটা নিওলগিজমের জগত

অভিমান এই অনুভূতিটা উপমাহাদেশের নিজস্ব অনুভূতি। ইংরেজী ভাষার এর কোনো স্তান নেই।এই অনুভূতিটা কিন্তু শুধু ভালোবাসার মানুষদের জোন্য বরাদ্দ।ভালোবাসার মানুষ্টার কাছে বলা,না বলা প্রত্যাশা থাকে,তা পূরন না হলে মনে একটা ব্যথা অনুভূত হয়,সেই ব্যথার নাম অভিমান।পাইরেসির কারোনে নেই অল্যবামের অনেক কিছুই গোলা হয়ে গেলো
আরেকটা অনুভূতি নাম শাদেনফ্রয়দ। অন্যের ক্ষতি সাধন হতে দেখে যদি মনে মাঝে আনন্দের অনুভূতি জেগে উঠে তখ সেই অনুভূতির নাম শাদেনফ্রয়দ। এই কোনো প্রতিশব্দ নেই।সারাদেশে মানুষ কারোনা কারো ক্ষতিতে আনন্দিত।প্রতিটা মানুষ কারাওর না কারোর সঙ্গে শত্রু ভাবাপন্ন
বইটাতে আরো অনেকগুলো অনুভূতি নিয়া আলোচনা করা হয়ছে তবে সবচেয়ে ভালোলাগার বিষয়
তাহসান ভাইয়া যখন বিবাহ বিচ্ছেদ হয়, চার পাশে তখন প্রবল উতেজনা।নিউজপেপার বা সোশাল মিডিয়া সব জায়গায় যে জার মত কথা বলছিলো তিনি নিরব ছিলেন।তিনি তার জায়গায় অটল ছিলেন।তার প্রাক্তন তার রাজকন্যা মা,সে জায় বলে সবাই জা লুফে নিবে যা ইচ্ছা শিরনাম দিয়ে কটতি করে বাড়াবে আর বাড়বে তিক্ততা।
মানে একজন মানুষ এইভাবে চিন্তা করতে পারে সেটা তাহসান ভাইয়া কে না দেখলে বুঝায় যেতো না।মিডিয়া জগতে বিবাহ বিচ্ছেদ মানে একজন আরেক জনককে দোষারোপের প্রতিযোগিতা শুরু করে দেয়া।
আরেকটা জিনিস আরো অবাক করার মত ছিলো বিন্দু আমি আমি তোমার গিরে এই গান্টা কিভাবে এলো সেটা এক্সপ্লেন করেছেন

তাহসান খান বিনোদন জগতের প্রায় সব কটাজানালা তার কড়া নার অভিজ্ঞতা আছে। তার লেখা প্রথম বই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *