“And by the dawn when it breathes”
“(কসম) প্রভাতের যখন তা শ্বাস নেয়” – কুরআন ৮১:১৮
কি আজব ব্যপার তাই না? আল্লাহ তা’আলা কুরআনে বলছেন সকাল শ্বাস নেয়।
বহু শতাব্দি পর্যন্ত মানুষ তা বুঝতে পারে নি। অতঃপর গ্যাস্পার্ড যখন ১৮ শতাব্দিতে আবিষ্কার করল সকালে সূর্যের আলোতে মাটি দ্রুত গরম হয়ে যায়, তখন ভুমিতে এয়ার প্রেশার একদম কমে যায়। তখন সমুদ্র থেকে ঠান্ডা বাতাস ভুমির দিকে আসতে থাকে। আর যখন রাত হয় তখন ঠিক এর বিপরীত হয়। অর্থাৎ তখন সমুদ্রে এয়ার প্রেশার হালকা থাকে, ফলে ভুমি থেকে সমুদ্রের দিকে বাতাস যায়। ঠিক যেমন আপনি বুক ফুলিয়ে ফ্রেশ বাতাস নেন, অতঃপর তা ছাড়েন।
“কসম সকালের যখন তা শ্বাস নেয়”
আমরা ঈমান এনেছি আল্লাহ, সত্যিই তা শ্বাস নেয়। কিন্তু যখন তা উপলব্ধি করতে পেরেছি, তা আমাদের ঈমানকে আরো মযবুত করেছে।
©
(সংগ্রহীত)