এখন এখানে পাবেন বাংলাদেশ ভ্রমণ গাইড pdf Download লিঙ্ক।
ভ্রমণ কাহিনী নিয়ে লেখক হুমায়ুন আহমেদ “পায়ের তলায় খড়ম” বইটিতে বলেছেন, ” ভ্রমণকাহিনির লেখকের দায়িত্ব হচ্ছে, তিনি কী দেখলেন তা পাঠককে জানানো। এই কাজটি কোনো ভ্রমণকাহিনির লেখক করতে পারেন বলে আমি মনে করি না। সৌন্দর্য কাগজে কলমে ব্যাখ্যা করা যায় না। সৌন্দর্যের মুখোমুখি দাঁড়াতে হয়। ট্রয় নগরীর হেলেনের সৌন্দর্য বর্ণনা করতে কবি হোমার অনেক পাতা খরচ করেন। কিন্তু সেই হেলেনকে পাঠক হিসেবে কি আমরা চোখের সামনে দেখতে পেয়েছি? কখনো না। যে দৃশ্য আগে কখনো দেখা হয় নি, মস্কিষ্ক সেই দৃশ্য দেখাতে পারে না। হেলেনকে আমরা কল্পনায় পরিচিত কোনো রূপবতীর আদলেই দেখব“। হুমায়ুন আহমেদের “ভ্রমণসমগ্র” তে মোট ছয়টি লেখা সংকলিত হয়েছে- পায়ের তলায় খড়ম/ রাবণের দেশে আমি এবং আমরা/ দেখা না-দেখা/ যশোহা বৃক্ষের দেশে/ মে ফ্লাওয়ার/ হোটেল গ্রেভার ইন। এর মধ্যে লেখকের ”রাবণের দেশে আমি এবং আমরা” বইটি শ্রীলংকা ভ্রমণের কাহিনী।
বইটি নিয়ে লেখক বলেছেন- “মহান বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক আর্থার সি ক্লার্ক নিজ দেশ ফেলে সারা জীবন এই দেশে কাটিয়েছেন। একজন লেখকের কাছে নিজ দেশের চেয়ে অন্যদেশ কেন মনে ধরল তা জানার ইচ্ছা ছিল।” আবার “ ‘যশোহা বৃক্ষের দেশে’ হুমায়ূন আহমেদের আমেরিকা ভ্রমণ লগ। নর্থ ডাকোটাতে পিএইচডি’র ছাত্র থাকাকালের অভিজ্ঞতা নিয়ে এর আগে তিনি লিখেছেন ‘হোটেল গ্রেভার ইন’ আর ‘মে ফ্লাওয়ার’। এই বইটির রচনাকাল ১৯৯৪ সাল, যখন তিনি ‘আগুণের পরশমণি’ চলচ্চিত্রের কাজ করছেন। যখন হুমায়ূন আহমেদ ‘হুমায়ূন আহমেদ’ হয়ে উঠেছেন। আমাদের চোখে বিষম অদ্ভুত আমেরিকান জাতির বিচিত্র জীবন পদ্ধতি তাঁর অনেক লেখাতেই ঘুরে ফিরে এসেছে। এ বইটি আমেরিকা সংক্রান্ত তাঁর পূর্ব অভিজ্ঞতার একরকম বর্ধিত অংশ বলা চলে। ছোট ছোট অধ্যায়ে বর্ণনা করেছেন সপরিবারে আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতা, যে আমেরিকা তাঁর ছাত্রাবস্থার আমেরিকা থেকে অনেকটাই পাল্টে গেছে এক যুগের ব্যবধানে “
বাংলাদেশ ভ্রমণ গাইড পিডিএফ ডাউনলোড লিংকঃ ইবনে বতুতার ভ্রমণ কাহিনি Pdf Download