আরিফ আজাদ উক্তি (All)

Last updated on September 12, 2025

বেলা ফুরাবার আগে বই থেকে আরিফ আজাদের ২২ টি উক্তিঃ

১/বিস্মৃত অন্তরকে নতুন করে জাগাতে,মরচে ধরা ঈমানকে ঝালাই করতে,অবাধ্যতার অন্ধকার থেকে আমাদের তুলে আনতে অনেক সময় একটি লাইনও যথেষ্ট হতে পারে।

২/মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত এই দুনিয়া আপনার জন্য কখনোই নির্মল আর নির্ঝঞ্ঝাট হবে না।

৩/জীবনের একটা পরম বাস্তবতা হল জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তরাল হয় না।
৪/স্বয়ং নবীজীকে যেখানে সমালোচনার ভেতর দিয়ে যেতে হয়েছে,সেখানে আপনি বা আমি কিভাবে ধরে নিতে পারে যে আমাদের সমালোচক থাকবে না? নিন্দুক থাকবে না?

৫/মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন-কুরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের সিজদার মধ্যে।
৬/মানুষের একটা বৈশিষ্ট্য হলো সে নিজেকে সবসময় নির্ভুলতার আসনে দেখতে পছন্দ করে।
৭/চোখ ধাঁধানো এই কর্পোরেট দুনিয়া আসলে আস্ত একখন্ড নরক।

৮/সুখ আসলে শারীরিক নয়,আত্মিক।আত্মার পরিতৃপ্তির হলো সুখের কারণ।
৯/আমাদের আত্মার যে খোরাক তা যদি আমরা লাভ করতে না পারি,তাহলে আমাদের সুখী হওয়াটা একটা নিছক অভিনয় মাত্র।সুখ নয়।

১০/আজকাল মানুষ আল্লাহর সন্তুষ্টি ছেড়ে এমন সব বিষয়ে সুখের সন্ধানে ব্যস্ত,যেখানে আদতে মরীচিকা ছাড়া আর কিছুই নেই।

১১/আজকের দুনিয়ায় অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ সম্ভবত এই দুনিয়াপূজাই।
১২/প্রতিটা খারাপ কাজ আরো অনেকগুলো খারাপ কাজের কারণ।প্রতিটা মিথ্যা কথা আরো অনেকগুলো মিথ্যা কথার জনক।প্রতিটা অসততা আরো অনেকগুলো অসততার সূত্রপাত।
১৩/পাপ একপ্রকার সংক্রামক।সেটা ছড়িয়ে পড়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে।

১৪/সব চলে যাওয়াই প্রস্থান নয়। (আরিফ আজাদ এর ছোট কিছু উক্তির মধ্যে এটিও সেরা একটি উক্তি)

১৫/সাদকায়ে জারিয়া একটি চলমান সাওয়াব ব্যাংকের নাম।

১৬/জীবন আসলে একটি মরীচিকার নাম যেখানে মৃত্যুই হল ধ্রুব সত্য।

১৭/অতিশয় সত্য কথা হল এই মৃত্যুর ব্যাপারে আমরা চূড়ান্তরূপে উদাসীন।

১৮/আমাদের অন্তরকে মসজিদের সাথে বেঁধে ফেলার একটি শর্ত হলো পাপ থেকে মুক্ত থাকা।
১৯/আমরা এমন ভাবে বাঁচি যেন মৃত্যু কখনোই আমাদের স্পর্শ করবে না।

২০/মুসলিম হিসেবে আমাদের নিত্যদিনকার ব্যর্থতা শুরু হয় ফজর থেকে।

২১/এখন আমাদের জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটার অনুপস্থিতি তা হলো দুআ।

২২/দুনিয়ায় প্রাপ্ত বড় একটি নিআমত হলো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা।

 

হায়াতের দিন ফুরালে বইয়ের উক্তিঃ 

  • “হায়াতের দিন ফুরিয়ে গেলে নিভে যাবে জীবনের প্রদীপ।”
  • “সত্যি সত্যি ফুরিয়ে যায় হায়াতের দিন।”
  • “সব রঙ মুছে যায়, সমাপ্তির পথে ধাবিত হয় সব আয়োজন। ক্ষয়িষ্ণুতাই হলো দুনিয়ার পরম বাস্তবতা।”
  • “সব গতি ধীর হয়ে আসে, ক্ষীণ হয়ে আসে সব সুর, ম্লান হয় আলোর উজ্জ্বল রেশটুকুও।”
  • “সেই অবধারিত, অনিবার্য ক্ষণটা চলে আসার আগে, আমরা আরেকবার জীবনের পেছনে তাকাতে পারি। নতুনভাবে করতে পারি অনেক হিশেব-নিকেষ।”
  • “দুনিয়া হয়তো আমাদের বিস্মৃত হবে, কিন্তু আসমানে আমাদের অভ্যর্থনা জানানো হবে অপার্থিব আয়োজনে।”
  • “এই কঠিন এবং অলঙ্ঘনীয় পরিণতি দুয়ারে এসে দাঁড়ানোর আগে, আমরা যদি গুছিয়ে নিতে পারি মহাকালের মহাযাত্রার সম্বল, যদি লাভ করতে পারি সুমহান রবের সন্তুষ্টি—তবেই সার্থক একটা মানবজীবন।”

এবার ভিন্ন কিছু হোক উক্তিঃ- 

“প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগে—এভাবে একটা জীবন চলতে পারে?”, এবং “চারপাশের সবাই দুনিয়া খুঁজে, আপনি না হয় আখিরাত খুঁজলেন।”।

জীবন যেখানে যেমন বইয়ের উক্তিঃ 

“জীবন তো মাগরিবের আযান আর ইকামাতের মধ্যবর্তী সময়ের মতই সংক্ষিপ্ত”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *