জাদুতে আমাদের চোখের সামনে এনে হাজির করেছেন,সিদ্দিকুর রহমানের কৌতূহলী মনোভাব, ভাবুকতা,পাঠককেও ভাবিয়েছে। কাহিনী বিংশ শতাব্দীর মধ্যভাগের,,সেই সময়ের ভাটি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য লেখকের বর্ননায় উঠে এসেছে। এছাড়া প্রত্যেকটা চরিত্র নিজ গুণে অসাধারণ হয়ে প্রতীয়মান, যেমনটা হুমায়ূন আহমেদের বইয়ে হয়ে থাকে,মূল চরিত্র সিদ্দিকুর রহমানের কন্যা লীলাবতী হলেও আরো বেশ কিছু চরিত্র মুগ্ধ করার মতো,যেমন সিদ্দিকুর রহমান নিজে,এছাড়া লীলাবতীর সৎ মা,,যিনি মানসিকভাবে অসুস্থ, পরী( লীলাবতীর সৎ ভাইয়ের স্ত্রী) সহ আরো অনেক চরিত্র বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছে।