Bangla to English Translation from Prothom Alo Newspaper (২০মে ২১)

bangla to english translation book Pdf Download

Last updated on May 23, 2021

শিরোনামঃ দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য খাতে সবচেয়ে কম ব্যয় করে বাংলাদেশ
• দক্ষিণ – South
• এশিয়া- Asia
• দক্ষিণ এশিয়া- South Asia
• দক্ষিণ এশিয়ায়- in South Asia
• স্বাস্থ্য – health
• খাত- sector
• স্বাস্থ্য খাত- health sector
• স্বাস্থ্য খাতে-in the health sector
• দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য খাতে- in the health sector in South Asia
• কম-less / low
• সবচেয়ে কম-the least
• ব্যয় করা-spend
• বাংলাদেশ- Bangladesh
• ব্যয় করে বাংলাদেশ- Bangladesh spends
• সবচেয়ে কম ব্যয় করে বাংলাদেশ- Bangladesh spends the least
• স্বাস্থ্য খাতে সবচেয়ে কম ব্যয় করে বাংলাদেশ- Bangladesh spends the least in the health sector
• দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য খাতে সবচেয়ে কম ব্যয় করে বাংলাদেশ- Bangladesh spends the least in the health sector in South Asia
শিরোনাম হিসেবেঃ Bangladesh’s lowest expenses in health in South Asia
#স্বাস্থ্য খাতে বেশ কিছু অর্জন এবং কিছু সূচকের অগ্রগতি ঘটলেও আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে জনতুষ্টি আসেনি।
• স্বাস্থ্য খাত-health sector
• স্বাস্থ্য খাতে-in health sector
• বেশ কিছু –some / several
• অর্জন – achievements
• এবং-and
• কিছু –some
• সূচক- index / indicator
• সূচকের –of indicator
• অগ্রগতি- progress
• কিছু সূচকের অগ্রগতি- progress in some indicator / progress in some categories
• বেশ কিছু অর্জন এবং কিছু সূচকের অগ্রগতি- several achievements and progress in some categories
• স্বাস্থ্য খাতে বেশ কিছু অর্জন এবং কিছু সূচকের অগ্রগতি- several achievements and progress in some categories in health sector
• স্বাস্থ্য খাতে বেশ কিছু অর্জন এবং কিছু সূচকের অগ্রগতি ঘটলেও- in spite of having several achievements and progress in some categories in health sector
• আমাদের –our
• স্বাস্থ্যসেবা-healthcare / health service
• আমাদের স্বাস্থ্যসেবা- our health service
• আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে-with our health service
• জনতুষ্টি- public satisfaction
• জনতুষ্টি আসেনি-there is no public satisfaction
• আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে জনতুষ্টি আসেনি- there is no public satisfaction with our health service
• স্বাস্থ্য খাতে বেশ কিছু অর্জন এবং কিছু সূচকের অগ্রগতি ঘটলেও আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে জনতুষ্টি আসেনি- in spite of having several achievements and progress in some categories in health sector there is no public satisfaction with our health service
#না আসার অনেক কারণ। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাজেট স্বল্পতা, অব্যবস্থাপনা, দুর্বল অবকাঠামো, জনবলের ঘাটতি, অদক্ষতা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, শিক্ষার মানের অবনমন এবং গবেষণার দুর্বলতা ও সীমাবদ্ধতা।
• না আসার অনেক কারণ – There are many reasons for this /There are many reasons for not coming
• তার মধ্যে-among them
• বিশেষভাবে উল্লেখযোগ্য- specifically noticeable / particularly / specially remarkable
• বাজেট স্বল্পতা, – budget shortages
• অব্যবস্থাপনা, – mismanagement
• দুর্বল অবকাঠামো, – poor infrastructure / sorry infrastructure state
• জনবলের ঘাটতি, – manpower shortages
• অদক্ষতা, – inefficiency
• দুর্নীতি, – corruption
• দুর্বৃত্তায়ন, – malpractice
• শিক্ষার মানের অবনমন – quality’s subsidence of education
• এবং -and
• গবেষণার দুর্বলতা ও সীমাবদ্ধতা- weaknesses and limitations of research
• বিশেষভাবে উল্লেখযোগ্য বাজেট স্বল্পতা, অব্যবস্থাপনা, দুর্বল অবকাঠামো, জনবলের ঘাটতি, অদক্ষতা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, শিক্ষার মানের অবনমন এবং গবেষণার দুর্বলতা ও সীমাবদ্ধতা- budget shortages, mismanagement, sorry infrastructure state, manpower shortages, inefficiency, corruption, malpractice, quality’s subsidence of education, and weaknesses and limitations of research are specifically noticeable
• তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাজেট স্বল্পতা, অব্যবস্থাপনা, দুর্বল অবকাঠামো, জনবলের ঘাটতি, অদক্ষতা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, শিক্ষার মানের অবনমন এবং গবেষণার দুর্বলতা ও সীমাবদ্ধতা-among them,budget shortages, mismanagement, sorry infrastructure state, manpower shortages, inefficiency, corruption, malpractice, quality’s subsidence of education, and weaknesses and limitations of research are specifically noticeable
# বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায়, বৈশ্বিক গড় হিসাব অনুযায়ী স্বাস্থ্য খাতে বর্তমানে জিডিপির ১০ শতাংশ খরচ হয়।
• বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায়-According to the World Health Organization’ report
• বৈশ্বিক গড় হিসাব অনুযায়ী – According to the global average / by the global average estimate
• স্বাস্থ্য খাতে –in health sector
• বর্তমানে জিডিপির ১০ শতাংশ খরচ হয়- 10 percent of GDP is spent now
• স্বাস্থ্য খাতে বর্তমানে জিডিপির ১০ শতাংশ খরচ হয়-10 percent of GDP is spent in health sector now
• বৈশ্বিক গড় হিসাব অনুযায়ী স্বাস্থ্য খাতে বর্তমানে জিডিপির ১০ শতাংশ খরচ হয়- now,
• 10 percent of GDP is spent in health sector by the global average estimate
• এক প্রতিবেদনে দেখা যায়, বৈশ্বিক গড় হিসাব অনুযায়ী স্বাস্থ্য খাতে বর্তমানে জিডিপির ১০ শতাংশ খরচ হয়- now, according to a report, 10 percent of GDP is spent in health sector by the global average estimate
• বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায়, বৈশ্বিক গড় হিসাব অনুযায়ী স্বাস্থ্য খাতে বর্তমানে জিডিপির ১০ শতাংশ খরচ হয়- now, according to the World Health Organization’ report,
• 10 percent of GDP is spent in health sector by the global average estimate
#Your Turn (Break-Translate-Rearrange)
তাই স্বাস্থ্যসেবা নিতে গিয়ে আমাদের দেশে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া জনগোষ্ঠীর সংখ্যা না কমে ক্রমেই বাড়ছে।
= As a result, the number of people going below the poverty line in our country is increasing gradually without decreasing while taking healthcare.
= So , the people below the poverty line of our country are increasing orderly instead of reduction to get health service.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *