Transaction Materials খুবই গুরত্বপূর্ণ কিছু বিষয় জেনে নিন

☞ long overdue something
=কোন কিছু দীর্ঘদিন/দীর্ঘক্ষণ ধরে পরে থাকা/ঝুলে থাকা, সরকারি চাকরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর আন্দোলন → a long overdue movement.
☞ bear the brunt of something
=কোন কিছুর প্রধান বা আসল চাপ/ধাক্কা/ধকল সওয়া যেমন, → Students are bearing the brunt of unemplyment.
☞ call the shots
=কি হচ্ছে না হচ্ছে তার নিয়ন্ত্রণ করা। যেমন আমরা প্রায়ই বলি বাংলাদেশে যা হয় সবি মোদি সরকারের ইশারায় হয়, ইংলিশে বললে বলবেন, → Norendro Modi calls the shots in Bangladesh.
☞ require=চাওয়া/দাবি করা। যখন এই শব্দটি →sub+require+smn/sth+to+v1+obj হিসেবে বসে তখন অর্থ কেমন হয় উদাহরণ থেকে বুঝি,
→This law requires people to respect the police. অর্থাৎ এই আইন চায় জনগন পুলিশকে সম্মান করুক।
☞ agreement+with+something(যে বিষয়ের সাথে সম্মতি তা)+of someone(যাদের বিষয় তারা)
agreement with (the statement) of some opposition MPs.
☞ allow+for+someone(যাদের জন্য অনুমোদন দিবে তারা)+ to verb1(যা হতে/করতে অনুমোদন করা হবে তা)
allow for (family members) to become proprietorial.
☞ voice support+for+something
কোনকিছুর জন্য সমর্থন জানানো বা প্রকাশ করা।
☞ as opposed+to+something/v1.
কোন কিছুর বিপরীতে বা কোন কিছু না করে
☞ Let+ someone+ v base form+obj=কাউকে কোন কিছু করতে দেয়া।
Let me live alone.
☞someone in question= that, the aforementioned one, the one in question, the thing indicated, this one, this person
e.g. The person in question was the father of Karim.
[the person in question বলতে ঐ ব্যক্তিটাকে বুঝাচ্ছে যাকে নিয়ে এতক্ষন কথা হচ্ছিল, তারপর বললেন, এই(আলোচিত/উপরোক্ত/উল্ল্যেখিত ব্যক্তিটি করিমের বাবা ছিল]
☞ something in question= that fact, that one, that other, which, who
e.g. The photograph in question was taken long before I met you.
[যে ফটোগ্রাফটি নিয়ে এতক্ষন কথা হচ্ছিল এমন, সেটি তোমার সাথে সাক্ষাত করার অনেক আগে নেয়া হয়েছিল]
☞ auxilliary verb +supposed to + v1
=করার কথা/ বলার কথা
You are supposed to read my translation.[আমার অনুবাদ তোমার পড়ার কথা]
☞ For+ something or time in plural
= সময়ের পর সময়
living for generations[প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস]
for thousands[হাজারে হাজারে]
☞ provided them with results
→ provide+someone (যাদেরকে দেয়া হবে)+with+something (যা দিতে চাচ্ছেন)
→ Razib tries to provide his readers with translation-materials.
☞ expect the patients to trust
→ expect+someone(যার কাছে প্রত্যাশা করবেন)+to+v1(যা করার প্রত্যাশা করবেন)
→ Razib expect his readers to love him.
→ The government, as the regulator,
নিয়ন্ত্রকদের মত সরাকারেরও
→ You, as Karim, can sing
করিম যেমন গাইতে পারে তেমন তুমিও
→ Form: Sub1, as+ Sub2,
wake up from+sth=[কোন কিছু থেকে জেগে উঠা]
☞come out of+sth=[কোন কিছু থেকে সরে আসা/বেরিয়ে আসা।]
Blame+যাকে করবেন+for+যার জন্য করা হবে
I blame you for stealing
☞Accuse+যাকে করবেন+of+কিসের করবেন
I accuse him of stealing.
☞→have their finger on sth
কোন কিছুর প্রকৃত কারণ অনুসন্ধান
☞→stoop to sth=কোন কিছুতে নেমে আসা। যেমন তুই এমন চরিত্র (লুচ্চামি) পর্যন্ত নেমে আসবি আমি ভাবতেও পারিনি। I did’t even think that you stoop to such kind of character.
☞→get rid of sth=কোনকিছু থেকে পরিত্রাণ পাওয়া/মুক্ত করা
☞→fall for sth/sb= কারো বা কোন কিছুর মায়া বা আকর্ষনে মুগ্ধ হওয়া
—-I fall for you.
=আমি তোমার প্রেমে পড়েছি/মায়ায় পড়েছি/মুগ্ধ হয়েছি।

পত্রিকায় Allegedly শব্দটি যেভাবে অনুভব/অনুবাদ করবেনঃ

◼
 Allegedly (adv)
⇒according to what has been alleged
⇒According to someone’s allegation.
⇒আক্ষরিক অর্থঃ যা অভিযোগ করা হয়েছে সে অনুসারে/অভিযুক্ত তথ্য অনুসারে/অনুযায়ী/অভিযোগ অনুসারে বা অভিযোগস্বরূপ।
⇒পত্রিকায় ব্যবহৃত অর্থঃ কোন বাক্যে allegedly থাকলে তার অর্থ বা অনুবাদ যেভাবে হবে_____
☞ প্রথমে সেই বাক্য +

বলে অভিযোগ উঠেছে
☞ প্রথমে সেই বাক্য + বলে অঅভিযোগ পাওয়া গেছে।
☞ অভিযোগ রয়েছে যে,+ তারপর ঐ বাক্য।
☞ অভিযোগ উঠে যে,+ ঐ বাক্য।
☞ ঐ বাক্যের +অভিযোগ আনা হয়।
☞ ঐ বাক্যের + অভিযোগ রয়েছে।
☞ ঐ বাক্যের +অভিযোগ উঠে।
☞কোন বাক্যাংশের অভিযোগে + এই/সেই করা হয়।

❍ পত্রিকা থেকেঃ
◼ Tear gas was allegedly used to disperse the demonstrators.
☞ ঐ বাক্যের +অভিযোগ উঠে।
⇒বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস প্রয়োগ করার অভিযোগ উঠে।
☞ ঐ বাক্যের + অভিযোগ রয়েছে।
⇒বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস প্রয়োগ করার অভিযোগ রয়েছে।
☞ ঐ বাক্যের +অভিযোগ আনা হয়।
⇒বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস প্রয়োগ করার অভিযোগ আনা হয়।
◼ Police allegedly dragged their feet in responding to the violence.
☞ অভিযোগ উঠে যে,+ ঐ বাক্য।
⇒অভিযোগ উঠে যে পুলিশ এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
⇒পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
◼ They were charged with espionage, allegedly due to an email exchange.
☞ ঐ বাক্যের +অভিযোগ আনা হয়।
⇒এক ইমেইল পাঠানোর উপর ভিত্তি করে তাদের দুজনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়
◼ A mentally ill woman beaten to death for allegedly burning a copy of the Quran in Kabul.
☞কোন বাক্যাংশের অভিযোগে + এই/সেই করা হয়।
⇒কোরানের একটি খণ্ড পোড়ানোর অভিযোগে একজন মানসিক অসুস্থ নারীকে প্রহার করে হত্যা করা হয়।
◼ The man spent more than one year in prison without trial for allegedly “assaulting a police officer”.
☞কোন বাক্যাংশের অভিযোগে + এই/সেই করা হয়।
⇒একজন পুলিশ কর্মকর্তার উপর হামলা চালানোর অভিযোগে এক বছরেরও বেশি সময় লোকটিকে বিনা বিচারে কারাভোগ করতে হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *