kij Biri Factory Limited Job Circular 2021 : কিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সম্পর্কিত তথ্য বিস্তারিত-
Circular : Akij Biri Factory Limited | |
প্রতিষ্ঠানের নাম | Akij Biri Factory Limited. |
পদের সংখ্যাঃ | See The Job Circular. |
Job Location: | Dhaka, Bangladesh |
Job Type : | Company Jobs |
Gender: | Both (Male & Female) |
Website : | https://www.akijbiri.com |
Job Nature: | Full-time |
Published on: | 03 May 2021 |
Salary: | See The Job Circular. |
Jobs Source : | bd jobs. |
Application Fee: | See The Job Circular. |
প্রজেন্ট ইঞ্জিনিয়ার : সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্লোমা। কোন নির্মাণ প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছর কাজ করার এবং নক্শা অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনা, তত্তাবধান এবং বিল প্রস্তুত সংক্রান্ত কাজের অভিজ্ঞতা। মাসিক বেতন ৪৫-৫০ হাজার টাকা। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
ডেপুটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার : সিভিল ইর্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। কোন নির্মাণ প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছর কাজ করার এবং নক্শা অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনা, তত্তাবধান এবং বিল প্রস্তুত সংক্রান্ত কাজের অভিজ্ঞতা। মাসিক বেতন ৩৫-৪৫ হাজার টারা!-রয়স সর্বোচ্চ ৪০ রছর।
অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট : আর্কিটেকচার-এ ডিগ্লোমা। কোন নির্মাণ / ডিজাইন প্রতিষ্ঠানে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা। অটোক্যাডসহ ডিজাইন সফটওয়্যার ব্যবহারে পারদর্শি। মাসিক বেতন ২৫-৪০ হাজার টাকা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
নির্মাণ সুপারভাইজারঃ এইচ এস সি পাশ। নির্মাণ শ্রমিক পরিচালনায় ও নির্মাণ কাজ ততাবধানে সর্বোচ্চ ২টি কোম্পানীতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন ৩০ হাজার টাকা। বয়স সর্বোচ্চ ৩৮ বছর।
সকল পদেই স্টিল বিল্ডিং-এর কাজে অভিজ্ঞদের অথাধিকার দেওয়া হবে! বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আথহী প্রার্থীগণ আগামী ১৮ মে ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে ভিজিট করুন https://www.akijbiri.com