বইয়ের নামঃ রিচ ড্যাড পুওর ড্যাড বই রিভিউ ও pdf download
লেখকঃ রবার্ট তরু কিয়োসাকি (উইথ শ্যারন লেকটার)
ধরণঃ বিনিয়োগ এবং আত্ন-উন্নয়ন
প্রকাশনায়: প্রিয়মুখ
অনুবাদক: পল্লব শাহরিয়ার, অনীশ দাস অপু
থিংক অ্যান্ড গ্রো রিচ রিভিউ
প্রকাশিত হবার পর পর থেকে গত ২১ বছরে বৈশ্বিকভাবে প্রায় ৩৩ মিলিয়ন কপি বিক্রি হয়েছে বইটির; ১০৯ টি দেশে অনুদিত হয়েছে ৫১ টির ও বেশি ভাষায়। নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় বইটি টিকে ছিলো ৬ বছরেরও বেশি সময় ধরে। লাখো মানুষ বইটি পড়ে উপকৃত হয়েছেন, জীবনের লক্ষ্য বদলেছেন। কী এমন আছে বইটিতে? ঠিক কী কারনে সমাজের একটি শ্রেনী গরীব হয় আর আরেকটি শ্রেনী হয় ধনী?
ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করা যাক। রবার্ট নামের এক তরুন বন্ধুর ব্যবসায়ি বাবার কাছে থেকে ব্যবসায় করে ধনী হবার কৌশল শিখতে চাইলেন। বন্ধুর বাবা রবার্টকে বললেন- ‘ঠিক আছে, আমি তোমাকে ব্যবসায় করার, ধনী হবার কৌশল শেখাবো। সেজন্য তোমাকে আমার হয়ে আমার প্রতিষ্ঠানে কিছুদিন শ্রম দিতে হবে।’ রবার্ট শ্রম দিতে শুরু করলেন কিন্তু বন্ধুর সেই ব্যবসায়ী বাবার আর খোঁজ মিললো না পরবর্তী ৩-৪ মাস। রবার্টের তাই বিশেষ কিছু শেখাও হলো না। শেষে খুব বিরক্ত হয়ে রবার্ট বন্ধুর সেই বাবাকে খুঁজে বার করলো এবং বললো- ‘আপনি আমাকে ঠকিয়েছেন। আমাকে দিয়ে আপনার প্রতিষ্ঠানে কাজ করিয়েছেন কিন্তু বিনিময়ে আমাকে কিছুই শেখাননি।’ বন্ধুর বাবা বললেন- ‘কে বলে আমি তোমাকে কিছুই শেখাইনি? শেখানোর জন্য দেখা হওয়া কি আবশ্যক? বিজনেস শুরু করার প্রথম শিক্ষাটাই আমি তোমাকে দিয়েছি। আমি তোমাকে শিখিয়েছি কিভাবে বিজনেস শুরু করার আগে
চাকুরিকে ঘৃনা করতে হয়।’
গল্পের এই রবার্টই মূলত বইটির লেখক রবার্ট তরু কিয়োসাকি। বন্ধুর অল্প শিক্ষিত কিন্তু সফল ব্যবসায়ি বাবাকে তিনি বলেছেন রিচ ড্যাড এবং নিজের উচ্চশিক্ষিত শিক্ষক বাবাকে বলেছেন পুওর ড্যাড। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আর অর্থনৈতিক শিক্ষায় আগ্রহ – এই দুইটি ক্রাইটেরিয়া দিয়েই মূলত রিচ আর পুওর এর এই শ্রেণীবিন্যাস করেছেন লেখক যেখানে স্বল্পশিক্ষিত ব্যবসায়ি বাবা মৃত্যুর আগে রেখে গেছেন ১০ মিলিয়ন ডলার এবং উচ্চশিক্ষিত বাবা মারা গেছেন উল্টো কিছু বিল অপরিশোধিত রেখে।
মানসিকতা আর দৃষ্টিভঙ্গিতে ঠিক কী কী পার্থক্য দুজন বাবার? রবার্ট রিচ এবং পুওর দুজন বাবার কাছ থেকেই শিক্ষা নিয়েছেন। কার কাছে থেকে কী শিক্ষা নিয়েছেন সেই অভিজ্ঞতাই তিনি পর্যায়ক্রমে লিখে গেছেন। ঠিক এখানেই আর ১০ টা বই থেকে এই বইটি আলাদা; লেখক অন্যান্য সফল মানুষদের প্রসংঙ্গ না টেনে নিজের জীবনের অভিজ্ঞতাই তুলে ধরেছেন। পুওর ড্যাড বলেন- ‘অর্থের প্রতি মোহ ই অনর্থের মূল। ভাল গ্রেড অর্জন করো, ভাল করে চাকুরির দরখাস্ত লেখা শেখো। তারপর ভাল কর্পোরেশনে চাকুরী করো। টাকার জন্য কাজ করো। নিশ্চিন্তে ঝুঁকিবিহীন জীবন পার করো।’ অপরদিকে রিচ ড্যাড বলেন- ‘পর্যাপ্ত পরিমান অর্থের অভাবই অনর্থের মূল। শুধু ভাল গ্রেড নয়, পাশাপাশি দরকার যথেষ্ট পরিমান অর্থনৈতিক শিক্ষা, সম্পদ-দায়ের সচেতনতা আর বিনিয়োগ জ্ঞান। ভাল করে বিজনেস প্লান লেখা শেখো। একটা কর্পোরেশনের মালিক হও। ঝুঁকি নিতে শেখো যেনো টাকা একদিন তোমার জন্য কাজ করে। গড়ে তোলো সমৃদ্ধ জীবন যেখানে তোমার মাধ্যমে জীবিকা হবে আরো অনেকের।’
পুওর ড্যাড সন্তানকে সেইসব উপদেশই দিয়েছেন যেগুলো তিনিও তার বাবার মুখে শুনেছিলেন কয়েক দশক পূর্বে। যুগ বদলেছে; বদলে গেছে সময় আর পৃথিবীও- শুধু বদলায়নি পুওর ড্যাডদের সেই পুরোনো উপদেশ। রিচ ড্যাড কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে ঠিকই পরিবর্তন করে নিয়েছেন নিজের উপদেশ আর দৃষ্টিভঙ্গি। ৩০ বছর ধরে রবার্ট রিচ ড্যাডের কাছ থেকে যে অমূল্য শিক্ষা পেয়েছেন তা তিনি এই বইয়ে ব্যাখ্যা করেছেন আলাদা ৬ টি শিরোনামে। কী ছিলো রিচ ড্যাডের সেই পরামর্শগুলো? রবার্ট কাকে বেছে নিয়েছিলেন চূড়ান্তভাবে ? রিচ ড্যাডকে নাকি পুওর ড্যাডকে? জানতে হলে আপনাকে পড়তে হবে এই বইটি।
আমার সবচাইতে পছন্দের পাঁচটি লাইন-
- 1. Rich people acquire assets. The poor & middle class acquire liabilities.
- 2. It’s not how much money you make; It’s how much money you keep.
- 3. The single most powerful asset we all have is our mind.
- 4. Thinking that a job makes you secure is lying to yourself.
- 5. An asset puts money in your pocket. A liability takes money out of your pocket.
থিংক অ্যান্ড গ্রো রিচ অনীশ দাস অপু পিডিএফ ডাউনলোড
আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছিলেন- ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’। আমাদের স্কুল-কলেজগুলো আমাদেরকে ঠিক সেভাবেই শেখায় যেভাবে শেখালে একটা চাকুরি পাওয়া যায়। আমাদের স্বপ্নগুলোও অঙ্কুরে বিনষ্ট হতে হতে চাকুরি পর্যন্ত এসে থেমে যায় চরম ক্ষুধার্ত, কোন এক বয়স্ক, রুগ্ন চিতাবাঘের মত। স্বপ্ন যদি হয় শুধুমাত্র একটা চাকুরি তাহলে সে স্বপ্নের সমান বড় হলেও ঠিক কতটা বড় হতে পারবো আমরা? যারা ভিন্ন পথে হাঁটতে, চিন্তা করতে ভালোবাসেন তাদের জন্য বইটি অবশ্যই সুখপাঠ্য হবে। ধৈর্য ধরে সুদীর্ঘ, নীরস এই রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ। হ্যাপি রিডিং