the body by stephen king pdf – দ্য বডি স্টিফেন কিং Pdf Download Book Review:
তবুও বইটা আপনাকে টেনে রাখবে। ভাবতে শেখাবে, আপনাকে টেনে নিয়ে যাবে আপনার ফেলে আসা অতীতে। যেসময়টাকে হয়তো এখন চাইলেই আর ফিরে পাবেন না বা সেটাকে নিয়ে ভাবারও সময় পান না। লেখক ফিরিয়ে নিয়ে গিয়েছেন বারো বছর বয়সে যে বয়স হয়তো শৈশব এবং কৈশোরকালের সন্ধিক্ষণ। একজন মানুষ বেড়ে উঠার যে কিছু সন্ধিক্ষণকে দারুণ নৈপুণ্যের সাথে ফুটিয়ে তোলা মুখের কথা নয়। কিন্তু লেখক সে কাজটাই করেছেন। একজন পাঠক হিসেবে আমিও বারবার ফিরে গিয়েছি সেসময়ে। নিজের কথা ভেবেছি, কেমন ছিলাম সেসময়ে। এই যে স্মৃতির রোমন্থন করেছি বা পূর্ণ সময়টাকে অনুভব করেছি তার পিছনে রয়েছে এই বইটি।